প্রতিবেদন : ত্রিপুরার ডবল ইঞ্জিন সরকারের অমানবিক ও জনবিরোধী নীতির সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস। অবিলম্বে রাজ্যবাসীর উপর চাপানো অতিরিক্ত বিদ্যুতের মাশুল না কমালে রাজ্য সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে দল।
আরও পড়ুন-মোদি সরকারের জনবিরোধী নীতি পাঁচ দশকে সর্বনিম্ন গৃহস্থের সঞ্চয়, জানাল রিজার্ভ ব্যাঙ্ক
শুক্রবার রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু সাহা। ত্রিপুরার বিজেপি বিধায়ক রতন চক্রবর্তীর ভাই পার্থ চক্রবর্তী ও যুব কংগ্রেসের নেতা মিঠুন দাস এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়ে শান্তনু সাহা সাংবাদিক বৈঠকে বলেন, ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে যখন রাজ্যের মানুষ নাজেহাল সেই অবস্থায় ডবল ইঞ্জিন সরকারের সিদ্ধান্ত, সাধারণ মানুষের উপর আরও বেশি করে বিদ্যুতের মাশুল চাপানো।
আরও পড়ুন-ক্যাটরিনার কাছে হেরে গেলেন মোদি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জনপ্রিয়তা
এমনিতেই ত্রিপুরাবাসী নিত্যদিন লোডশেডিংয়ের ধাক্কায় জেরবার । তার উপর ঠিক দুর্গাপুজোর মুখেই অতিরিক্ত ৬০ টাকা বিদ্যুতের দাম বৃদ্ধি-সহ রাজ্যের মানুষের কাছে নতুন করে সম্পত্তি করের জন্যও নোটিশ দিয়েছে রাজ্য সরকার। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে দুর্গাপুজোর আগেই বৃহত্তর আন্দোলনে বসবে তৃণমূল কংগ্রেস।