প্রতিবেদন : বিশ্বমানের উদ্বোধন। বিশ্বমানের সমাপ্তি অনুষ্ঠান। এমপি কাপকে ঘিরে এন্টারটেনমেন্টের চূড়ান্ত পরিণতি দেখা গেল বাটা স্টেডিয়ামে। মানুষের উল্লাস-উচ্ছ্বাস, খেলার আনন্দ এবং সর্বোপরি অত্যাধুনিক ব্যবস্থাপনায় এমপি কাপ দাগ কেটে গেল মানুষের মনে। সৌজন্যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-টি-২০ বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে শাস্ত্রীর বোমা
শনিবার সন্ধ্যায় কানায় কানায় ভর্তি ছিল বাটা স্টেডিয়াম। রেডিও জকির সঞ্চালনা, এমপি কাপের থিম সং গাওয়া পুনম চক্রবর্তীর পারফরম্যান্স, শানের গান আর ব্যাড সালসার অনুষ্ঠান তাতিয়ে দিয়েছিল দর্শককে। খেলাও হল চূড়ান্ত পেশাদার ভঙ্গিতে। আকর্ষণ ছিল দুই তারকা বাইচুং ভুটিয়া ও আলভিটো ডি’কুনহার দ্বৈরথ। ডায়মন্ড হারবার দলকে নেতৃত্ব দেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং। বজবজের নেতৃত্বে ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক আলভিটো। সমানে সমানে লড়াই। নির্ধারিত সময়ে ড্র হওয়ার পর ডায়মন্ড হারবারকে হারিয়ে টাইব্রেকারে ৫-৩ গোলে চ্যাম্পিয়ন বজবজ। সাংসদ অভিষেক ও বিধায়ক অশোক দেব তুলে দিলেন ট্রফি।
আরও পড়ুন-এবার জিএসটি ফুড ডেলিভারিতে
তিন সপ্তাহ ধরে উন্নত পরিকাঠামোয় আয়োজিত হল এমপি কাপ প্রতিযোগিতা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৭ সালে শুরু হয়েছিল এমপি কাপ। কিন্তু ডায়মন্ড হারবার সাংসদের ঐকান্তিক প্রচেষ্টায় এ বছর টুর্নামেন্টের আয়োজনে ছিল পেশাদারিত্ব আর আন্তর্জাতিকতার ছোঁয়া। সব যেন স্ক্রিপ্ট করা রিমোটে চলছে। যার সঙ্গে আন্তর্জাতিক টুর্নামেন্টের তুলনা টানা যায়। ফুটবলের সার্বিক উন্নতির লক্ষ্যে জেলায় কোনও টুর্নামেন্ট যে এভাবে আয়োজন করা যায়, সেটা অভিষেকের ডায়মন্ড হারবার এমপি কাপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
আরও পড়ুন-২৩ রাজ্যে ওমিক্রন, চিঠি স্বাস্থ্যসচিবের
শুধু তাই নয়, ফুটবল প্রতিযোগিতা আয়োজন করে খেলোয়াড় তুলে আনার যে উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ, তার ভূয়সী প্রশংসা করেছেন বাইচুং ভুটিয়া, মানস ভট্টাচার্যের মতো প্রাক্তনরা। বাইচুং বলেন, এমপি কাপ খেলে ডায়মন্ড হারবারের ছেলেরা একটা প্ল্যাটফর্ম পেল নিজেদের প্রতিভা দেখানোর। পরিশ্রম করলে আগামী দিনে কলকাতার ক্লাবে খেলার সুযোগও পেতে পারে। মানসের কথায়, সাংসদ অভিষেক এলাকার তরুণ খেলোয়াড় তুলে আনার যে উদ্যোগ নিয়েছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।