সংবাদদাতা, কাঁথি : দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে জনসভা করলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। সোমবার বিকেলে কাঁথি এক ব্লকের দুলালপুর অঞ্চলে। সভায় মিমি ছাড়াও ছিলেন রাজ্য তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মধুরিমা মণ্ডল, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, কাটিয়া ব্লক তৃণমূল সভাপতি গণেশ মহাকুর। সাংসদ মিমিকে দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন-লাল্টুর দেহ ফিরল গ্রামে, পুলিশি হেফাজতে চার
রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য যে প্রকল্পগুলি নিয়ে পাশে দাঁড়িয়েছে একে একে বিস্তারিতভাবে সেগুলো নিয়ে আলোচনা করেন মিমি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি সাধারণ মানুষকে দৈনন্দিন জীবনে যেভাবে সুরক্ষা দিচ্ছে সে বিষয়টিও তুলে ধরেন। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন তাঁদের কোনও অসুবিধে রয়েছে কিনা জানতে। স্থানীয়রা রীতিমতো খুশি সাংসদকে নাগালে পেয়ে। বাদলপুর অঞ্চলে কাজু প্রসেসিং শিল্প রয়েছে। সেই ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তিনি। কাজু ব্যবসায়ীরা কেন্দ্র সরকারের নানাবিধ অসহযোগিতার কথা তুলে ধরেন সাংসদের কাছে। মিমি সেগুলোর সমাধানে আগামী দিনে উদ্যোগী হবেন বলে জানান। কাজু ব্যবসায়ীরা খুশি মিমির আশ্বাসে।