করম বিসর্জনের শোভাযাত্রায় সাধারণের সঙ্গে সাংসদ

Must read

সংবাদদাতা,আলিপুরদুয়ার : ধামসা, মাদলের তালে করমপুজোয় মেতে উঠেছিলেন আলিপুরদুয়ারের আদিবাসী সমাজ। মঙ্গলবার সকালে কুমারগ্রামের রায়ডাক নদীর ঘাটে করম (Karam Festival) বিসর্জনে উপস্থিত ছিলেন, রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বাড়াইক, জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী-সহ অনেকেই। উল্লেখ্য, ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ফুটবল মাঠে তাসাটি করম পূজা উৎসব কমিটির উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল করমপুজো। এদিন দলবদ্ধভাবে আদিবাসী মহিলা পুজোর অন্যতম উপকরণ করম গাছ সংগ্রহ করে পুজোর স্থলে নিয়ে আসেন। তারপর পুজোর বেদিতে স্থাপন করে শুরু হয় করম বা প্রকৃতির পূজা। মাঝের ডাবরি চা-বাগানে করমপুজোয় (Karam Festival) মাতেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী স্বয়ং। এছাড়াও কালচিনি ব্লকে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে রাতে পুজো ও মঙ্গলবার সকালে করম বিসর্জন সম্পন্ন হয়। আলিপুরদুয়ার জেলার ডীমা, বাসরা, মধু-সহ বিভিন্ন ঘাটে করম বিসর্জন শুরু হয় সকালে। ডুয়ার্সের আদিবাসী সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব করমপুজো। সারারাত ব্যাপী চলে করমপুজো এবং মঙ্গলবার সকালে করম বিসর্জন আয়োজিত হয়। ধামসা, মাদলের তালে নাচতে নাচতে করম বিসর্জনে শামিল হন সকলে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশে মেনে দেগঙ্গায় যুদ্ধকালীন তৎপরতা, হানি হাব তৈরির কাজ শেষ পর্যায়ে

Latest article