তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মুকুটমণি অধিকারী

রাজনৈতিক মহলের দাবি আগামী ভোটের আগে কিছুটা হলেও চাপ বেড়ে গেল বিরোধী শিবিরে। বিধায়ক সংখ্যা ঠিক থাকল তৃণমূল কংগ্রেসে।

Must read

নারী দিবসের প্রাক্কালে আজ কলকাতার রাজপথে তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিলে ছিল বড় চমক। বৃহস্পতিবারের এই মিছিলে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাশে। তাপস রায়ের যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতে এবার বড় ভাঙন। এই মিছিল থেকে এদিন তৃণমূলে যোগদান করলেন মুকুটমণি। মিছিলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটছিলেন। লোকসভা ভোটের আগে তাঁর তৃণমূলে যোগদান রীতিমত তাৎপর্যপূর্ণ। মতুয়াদের বড় গড় হল মুকুটমণির কেন্দ্র। রাজনৈতিক মহলের দাবি আগামী ভোটের আগে কিছুটা হলেও চাপ বেড়ে গেল বিরোধী শিবিরে। বিধায়ক সংখ্যা ঠিক থাকল তৃণমূল কংগ্রেসে।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়, মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

লোকসভা ভোটের নামেই কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে বিজেপি যান আইনজীবী কৌস্তভ বাগচী। এর পরপরই দল ছাড়েন তৃণমূলের বরানগরের জনপ্রতিনিধি তাপস রায়। বুধবার তিনি যোগ দেন বিজেপিতে। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে বিজেপির পছন্দের তালিকায় ছিলেন মুকুটমণি অধিকারী। তবে রাজ্য সরকারি হাসপাতালের কাজ তিনি ছেড়ে আসেন নি তাই জগন্নাথ সরকার টিকিট পেয়েছিলেন। তিনি জিতলেও তেমন কাজ করে দেখতে পারেন নি। এবার আবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার। তাতেই মুকুটমণির বিরূপ মনভাব তৈরী হয়। এদিকে তৃণমূল কংগ্রেস থেকে তাপস রায়কে বিজেপি হাত করেছে। পাল্টা মুকুটমণি অধিকারীকে আজ, বৃহস্পতিবার দলে যোগ করল তৃণমূল কংগ্রেস।

 

Latest article