করবেটে টাইগার সাফারি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট বাঘ সংরক্ষণ কেন্দ্রের ভেতরে চিড়িয়াখানার প্রাণীদের অনুমতি দেওয়ার কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা সেটা প্রত্যাখ্যান করেছে।

Must read

পরিবেশ ও বনের যে সম্পদ বেসরকারি অথবা বাণিজ্যিক লাভের জন্য নষ্ট করা একেবারেই গ্রহণযোগ্য নয়। বুধবার উত্তরাখণ্ডের (Uttarakhand) তৎকালীন বনমন্ত্রীর মনোভাব নিয়ে রীতিমত বিষ্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme court)। করবেটে তিনি তাঁর পছন্দের এক বনাধিকারিককে নিয়ে এসেছিলেন। এরপর পাখরাউ টাইগার সাফারি প্রকল্পের জন্য প্রায় ৬০০০ গাছ কাটার ব্যবস্থা করেন তিনি। প্রকল্পের চূড়ান্ত পরিকল্পনার ছাড়পত্র পাওয়ার আগেই তিনি এমন একটি কাজ করেছিলেন।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মুকুটমণি অধিকারী

বিচারপতি বিআর গাভাই এই মর্মে জানিয়েছেন, এটা একটা ক্লাসিক কেস যেখানে রাজনীতিবিদের সঙ্গে আমলাদের একটা চক্র জনতার বিশ্বাসকে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। এই চক্র পরিবেশের ভয়াবহ ক্ষতি করেছে সেই বিষয়ে সন্দেহ নেই। শুধু রাজনৈতিক আর বাণিজ্যিক লাভের জন্য এমন কাজ করা হয়েছে বলেই পর্যবেক্ষণ করল কোর্ট।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়, মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

সুপ্রিম কোর্ট বাঘ সংরক্ষণ কেন্দ্রের ভেতরে চিড়িয়াখানার প্রাণীদের অনুমতি দেওয়ার কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা সেটা প্রত্যাখ্যান করেছে। এটিকে সংরক্ষণের লক্ষ্যের ‘সম্পূর্ণ পরিপন্থী’ বলা হয়েছে এবং কীভাবে বাঘ সাফারি স্থাপন ও রক্ষণাবেক্ষণ করা হয় তার জন্য সম্পূর্ণ নতুন নির্দেশিকা তৈরির পথ করে দেওয়া হয়েছে। পরিবেশগত লঙ্ঘন খতিয়ে দেখার জন্য নিযুক্ত একটি কমিটির সুপারিশ এই ক্ষেত্রে অনুসরণ করা হয়।

Latest article