প্রতিবন্ধকতা কাটিয়ে ২২ বছরের শিবানী নমো ভারত ট্রেনের পাইলট

জীবনের সবরকম প্রতিকূলতাকে হার মানিয়ে তিনি আজ সেমি হাইস্পিড ট্রেনের মহিলা পাইলট। তাঁর জীবন কাহিনি, লড়াই অনেকের জীবনের মূলমন্ত্র হতে পারে

Must read

কাল অর্থাৎ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International women’s day)। তার আগে প্রকাশ্যে এল শিবানী সিংয়ের পরিচয়। জীবনের সবরকম প্রতিকূলতাকে হার মানিয়ে তিনি আজ সেমি হাইস্পিড ট্রেনের মহিলা পাইলট। তাঁর জীবন কাহিনি, লড়াই অনেকের জীবনের মূলমন্ত্র হতে পারে। শিবানী সিং হলেন ভারতের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন সিস্টেম নমো ভারতের অন্যতম পাইলট। তাঁর বয়স মাত্র ২২ বছর। ১২ বছর বয়সে তিনি পিতৃহারা হন। ছয় সদস্যের পরিবারকে সেই সময়ে রীতিমত কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছিল। পরিবারে আর্থিক অনটনের মধ্যে সেলাই করে তিনি নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন। সেলাইয়ের দক্ষতা শিবানীকে দাসনার ভগবতী ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সে বৈদ্যুতিক প্রকৌশলে তাঁর দুই বছরের ডিপ্লোমা কোর্স করতে সাহায্য করে।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মুকুটমণি অধিকারী

শিবানীর স্কুলের দিনগুলিতে বড় ভাইয়েরা সবসময় তাকে সাহায্য করত। স্বাভাবিকভাবেই নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দুই বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি হন তিনি এবং জমানো টাকা দিয়ে সেটি সম্পন্ন করি। শিবানী ক্যাম্পাস নিয়োগের মাধ্যমে সরকারি সংস্থা দিল্লি ও মীরাটের মধ্যে আঞ্চলিক Rapid ট্রানজিট সিস্টেম (আরআরটিএস) ট্রেন চালাবে এমন প্রার্থীদের সন্ধানের সময় নির্বাচিত হন।

আরও পড়ুন-করবেটে টাইগার সাফারি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

আরআরটিএস করিডরের দিল্লি-গাজিয়াবাদ-মীরাট ট্রেনের প্রথম বিভাগটি প্রধানমন্ত্রী মোদী ২০২৩ সালে উদ্বোধন করেন এবং ২০২৫ সালে সম্পূর্ণ উন্মোচন হবে। শিবানী বেশ কয়েক মাসের প্রশিক্ষণ নেন এবং পরে অগ্রাধিকার বিভাগের মাধ্যমে তিনি নমো ভারত ট্রেন চালান। জাতীয় রাজধানী অঞ্চল পরিবহন কর্পোরেশন (এনসিআরটিসি) এক বছরের জন্য ১৮ জন মহিলার একটি ব্যাচে শিবানী প্রশিক্ষণ নেন। মহিলা পাইলটদের এই ব্যাচটি প্রথম তিন মাস লখনউ মেট্রোতে নিয়োগের সময় আধুনিক ট্রেন চালানোর প্র্রশিক্ষন পেয়েছেন।

Latest article