রঞ্জি জয়ের পথে এগোচ্ছে মধ্যপ্রদেশ

এবার সেঞ্চুরি পাতিদারের

Must read

বেঙ্গালুরু : রঞ্জি (Ranji) ফাইনালে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দাপট অব্যাহত। চতুর্থ দিনের শেষে যা পরিস্থিতি, তাতে মধ্যপ্রদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: মহামেডানে সই দুই ফুটবলারের

আগেরদিন জোড়া সেঞ্চুরি করেছিলেন যশ দুবে ও শুভম শর্মা। শনিবার সেঞ্চুরি হাঁকালেন রজত পাতিদারও। তৃতীয় দিনের শেষে ৬৭ রানে নট আউট থাকা পাতিদার থামলেন ১২২ রান করে। এছাড়া সারাংশ জৈন ৫৭ রানের চমৎকার ইংনিস খেলে দিলেন। ফলে মধ্যপ্রদেশের (Ranji- Madhya Pradesh) ইংনিস শেষ হয়েছিল ৫৩৬ রানে। মুম্বইয়ের বোলারদের মধ্যে সফলতম বাঁ হাতি স্পিনার সামস মুলানি। তিনি ১৭৩ রানে ৫ উইকেট দখল করেন। তিন উইকেট নেন মিডিয়াম পেসার তুষার দেশপাণ্ডে।

আরও পড়ুন: হরমনপ্রীতের নজির, সিরিজ জিতল ভারত

১৬২ রানে পিছিয়ে থাকা মুম্বই (Mumbai) দ্বিতীয় ইংনিসে ব্যাট করতে নেমে দিনের শেষে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৩ রান তুলেছে। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন অধিনায়ক পৃথ্বী শ (৪৪) ও হার্দিক তামোরে (২৫)। আরমান জাফর ৩০ ও সুভেদ পার্কার ৯ রানে ব্যাট করছেন। মধ্যপ্রদেশের থেকে এখনও ৪৯ রানে পিছিয়ে রয়েছে মুম্বই।
কাল, রবিবার ম্যাচের শেষ দিন। পৃথ্বীদের জেতার একমাত্র উপায়, শেষ দিনে দ্রুত রান তুলে মধ্যপ্রদেশকে দুশো বা তার বেশি টার্গেট দেওয়া। এবং মধ্যপ্রদেশকে তার কমে অল আউট করা। কাজটা কিন্তু খুব কঠিন। ম্যাচ কোনও নাটকীয় মোড় না নিলে, পাল্লা ভারী মধ্যপ্রদেশেরই।

আরও পড়ুন: হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছি: বজরং

Latest article