পোগবার হৃদয়ে সমর্থকরা

আনেলকাদের কাছে খোঁজ নিয়ে সবুজ-মেরুনে

Must read

প্রতিবেদন : শুক্রবার রাতেই ফ্রান্সের ক্লাবটির তরফে ঘোষণা করা হয়েছিল। শনিবার মোহনবাগানও (ATK Mohun Bagan) সরকারিভাবে জানিয়ে দিল পল পোগবার দাদা ফ্লোরেন্তিনকে (Florentin Pogba) সই করানোর খবর। ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সোশো থেকে সবুজ-মেরুনে যোগ দিচ্ছেন তিনি। ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব সাঁ এতিয়েনেও খেলেছেন তিনি। আমেরিকা ও ইউরোপের অন্যান্য ক্লাবেও খেলার অভিজ্ঞতা রয়েছে সিনিয়র পোগবার।

মোহনবাগানে সই করার পর তারকা ভাই পল পোগবার শুভেচ্ছাবার্তাও পেয়েছেন। ইনস্টাগ্রামে ফরাসি তারকা শুভেচ্ছা জানিয়েছেন ভারতে মোহনবাগান ক্লাবের জার্সিতে নতুন চ্যালেঞ্জ নিতে চলা তিন বছরের বড় দাদা ফ্লোরেন্তিনকে (Florentin Pogba)।

আরও পড়ুন: রঞ্জি জয়ের পথে এগোচ্ছে মধ্যপ্রদেশ

মোহনবাগানে সই করে ক্লাবের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে পোগবা বলেছেন, ‘‘আইএসএল ও ভারতীয় ফুটবল সম্পর্কে আমার এখনও অনেক কিছু জানা বাকি। তবে আগে এখানে খেলে যাওয়া আনেলকা এবং রবার্ট পিরেসের কাছে ভারতীয় ফুটবল ও লিগ সম্পর্কে নানা গল্প শুনেছি। শুনে মনে হয়েছে, ভারতে ফুটবল বেশ জনপ্রিয়। আর মোহনবাগানকে বাছার কারণ, এই ক্লাবের ইতিহাস। শুধু ভারতের নয়, এশিয়ার একটি ঐতিহ্যবাহী এবং সফল ক্লাবের হয়ে মাঠে নামতে পারব। এটা আমার কাছে বিশাল ব্যাপার।”

 

মোহনবাগানকে ট্রফি জিততে সাহায্য করার ব্যাপারেও আশাবাদী পোগবা। বলেছেন, ‘‘ফুটবল আমাকে শিখিয়েছে কীভাবে সতীর্থদের নিয়ে সফল হতে হয়। আমি চেষ্টা করব নিজের অভিজ্ঞতা ও সেরাটা দিয়ে নতুন ক্লাবকে ট্রফি জেতাতে।” সবুজ-মেরুন সমর্থকদের জন্য পোগবার বার্তা, ‘‘আমি মেরিনার্স হতে পেরে গর্বিতবোধ করছি। সমর্থকরাই ক্লাবের হৃৎপিণ্ড। স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে আমি খেলতে ভালবাসি। কলকাতায় সেটা পাব জেনে ভাল লাগছে।”

কোচ জুয়ান ফেরান্দো সিনিয়র পোগবাকে পেয়ে দারুণ খুশি। বলেছেন, ‘‘পোগবা লক্ষ্যে স্থির ফুটবলার। রক্ষণ থেকে আক্রমণ তৈরি করতে পারে। ফরোয়ার্ডদের গোল করার জন্য ভাল পাস দিতে পারে। প্রতিপক্ষের আক্রমণ সহজেই আটকাতে পারে।”

Latest article