সংবাদদাতা, বহরমপুর : দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কষ্ট পাওয়ার হাত থেকে নাগরিকদের রেহাই দিতে ‘দুয়ারে পুরসভা’ চালু করল বহরমপুর পুরসভা। একই দিনে পুরসভার ১৩ এবং ২৮ নং ওয়ার্ডে ওই পরিষেবা চালু হল। এদিন ওই দুই ওয়ার্ডের পরিষেবা কেন্দ্রগুলির উদ্বোধন করেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহরায় এবং বহরমপুর পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়।
আরও পড়ুন-ভারত-নেপাল সীমান্ত থেকে ধৃত কেএলও জঙ্গি
পুরপ্রধান বলেন, বহরমপুর পুরসভার খাগড়া, সৈদাবাদ, কাশিমবাজার-সহ বিভিন্ন এলাকার মানুষ দূর-দূরান্ত থেকে পুরসভার পরিষেবা নিতে আসেন। ফলে পুর নাগরিকদের অর্থ খরচ এবং সময় ব্যয় হয় অনেক। বিশেষ করে বয়স্ক নাগরিকদের অনেক সমস্যার মুখে পড়তে হত। বহরমপুর শহরের মানুষ তৃণমূলকে দু’হাত ভরে ভোট দেওয়ার পর একক সংখ্যাগরিষ্ঠতায় পুরবোর্ড গঠন করে তৃণমূল। পুরভোটের আগে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ‘দুয়ারে পুরসভা’ পরিষেবা সেই প্রতিশ্রুতি বহন করে। ওই পরিষেবা কেন্দ্রগুলিতে পুরকর্মীরা প্রতিদিন বসবেন। সেখানেই পুরবাসী নিজেদের বাড়ির কর জমা দিতে পারবেন। এছাড়া রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ বিভিন্ন প্রকল্পের আবেদন করতে পারবেন। ভোটার কার্ড সংশোধন থেকে পুরসভার যাবতীয় পরিষেবাও পাওয়া যাবে। আপাতত দুটি পুর পরিষেবা কেন্দ্র চালু হল। তবে ২৮টি ওয়ার্ডেই পুর পরিষেবা কেন্দ্র চালু হবে শিগগিরই বলে জানালেন পুরপ্রধান নাড়ুগোপাল।