সংবাদদাতা, জঙ্গিপুর : বিরোধীরা শীতঘুমে। পুরভোট (Municipality Election) মাসদেড়েক দেরি। জয় শুধু সময়ের অপেক্ষা। তবুও আত্মতুষ্টি দূরে সরিয়ে রেখে ধূলিয়ান ও জঙ্গিপুরে পুর নির্বাচনের দেওয়াল লিখন শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কর্মী–সমর্থকেরা। কনকনে ঠাণ্ডা সত্ত্বেও মঙ্গলবার বিকেলে উচ্ছ্বাসের সঙ্গে প্রচারে নামলেন। ২৭ ফেব্রুয়ারি পুরসভা নির্বাচন হওয়ার কথা। হাতে মাসদেড়েক সময়। তাও সময় নষ্ট করতে চান না কর্মীরা। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) জেলা সভাপতি খলিলুর রহমান বলেন, উৎসাহী কর্মীরা আগে থেকেই দেওয়ালে চুনকাম করে ফেলেছে। শিগগিরই প্রচারের রূপরেখা জানানো হবে। দেওয়াল লিখনে এলাকার উন্নয়নই তুলে ধরা হবে। কর্মী–সমর্থকদের দাবি, এলাকায় প্রচুর কাজ হয়েছে— ঝাঁ–চকচকে রাস্তাঘাট, উদ্যান, নিকাশি নালা থেকে বিদ্যুৎ পরিষেবা। এছাড়া, দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচিতে দীর্ঘদিন সাধারণ মানুষের বহু সমস্যার সমাধান হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা আর্থিক সুবিধা পাচ্ছেন। এদিন বিকালে জঙ্গিপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগরে প্রথম দেওয়াল লিখন শুরু হয়। শুধু জোড়া ফুল প্রতীক আঁকা হয়। সঙ্গে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথাও উল্লেখ করা হচ্ছে। প্রার্থীর নাম ঘোষণার পর তা লেখা হবে। বিধায়ক জাকির হোসেনের ঘনিষ্ঠরা ইতিমধ্যেই সক্রিয়।
আরও পড়ুন: বিজেপি ছাড়ার পর পুরনো মামলায় পরোয়ানা জারি!