সংবাদদাতা, কোচবিহার : প্রতারণার প্রতিবাদে তৃণমূল নেতাকে প্রাণে মারার হুমকি। প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে ভয় দেখানো। ঘটনাটি পুন্ডিবাড়ি এলাকার। আগ্নেয়াস্ত্র হাতে হুমকি দেওয়ার ভিডিও ভাইরালের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম নরোত্তম সরকার। এই ঘটনায় সোমবার পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাগর রায়।
আরও পড়ুন-জলাশয়ের নামে কেন্দ্রের আর্থিক বোঝা রাজ্যের কাঁধে
অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে গ্রামের এক দুঃস্থ মহিলার থেকে ৩ লক্ষ ৪০ হাজার টাকা নিয়েছিল নরোত্তম সরকারের ছেলে অজিত সরকার ও অপর একজন। সালিশি সভার মাধ্যমে ১ লক্ষ টাকা ফিরিয়ে দিলেও বাকি টাকা ফেরত দেয়নি সেই অভিযুক্ত। রবিবার রাতে সাগর রায় যখন বাড়ি ফিরছিল সেই সময় কোচবিহার ২ নম্বর ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের পুন্ডিবাড়ি এলাকায় সাগর রায়কে লক্ষ্য করে নরোত্তম সরকার আগ্নেয়াস্ত্র হাতে হুমকি দেয়। এই ভিডিও ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।