কল্যাণ চন্দ্র, বহরমপুর: বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঐতিহাসিক নবাবের শহরে শুরু হয়ে গেল ‘মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভাল’। জেলার বিভিন্ন হস্তশিল্পকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিয়েছে মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি। শোলা, হ্যান্ডলুম, তামার কাজ ও মাটির তৈরি শিল্প ইত্যাদি নিয়ে ‘মুর্শিদাবাদ হেরিটেজ উৎসব’ প্রাঙ্গণে খোলা হল ‘ক্রাফ্ট বাজার’। রাজ্য পর্যটন বিভাগের লালবাগের মতিঝিলে ওই বাজারের উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলাশাসক-সহ মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির কর্মকর্তারা।
আরও পড়ুন – বাঁকুড়ায় বিদ্যুতের স্পর্শে আবার মৃত্যু হল হাতির
জেলার লালবাগে হাজারদুয়ারি, ইমামবাড়া, মতিঝিল, কাটরা মসজিদ-সহ একাধিক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। জিয়াগঞ্জ-আজিমগঞ্জে রয়েছে প্রাচীন মন্দির থেকে বিভিন্ন রাজবাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কোটি কোটি টাকা ব্যয়ে সেজে উঠেছে লালবাগের মতিঝিল। সেই মতিঝিল প্রাঙ্গণেই শুরু হল তিনদিনের মুর্শিদাবাদ (Murshidabad) ঐতিহ্য উৎসব। চলবে ১৩ মার্চ পর্যন্ত। শুক্রবার রাতে রাজ্য সহ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের নিয়ে আসা হয়েছে উৎসবে। শিল্পীদের তৈরি নানান উপকরণ তুলে ধরা হয়েছে ক্র্যাফ্ট বাজারে। একে সামনে রেখে আগামী দিনে ‘ক্র্যাফ্ট ভিলেজ’ তৈরির চেষ্টা চলছে।
হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির সহ-সভাপতি সন্দীপ নওলাক্ষা বলেন, মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় প্রচুর হস্তশিল্পী রয়েছেন। কিন্তু বর্তমান প্রজন্মর যুবক-যুবতীরা বাজারের অভাবে ভিনরাজ্যে চলে যেতে চাইছেন। সে-কারণে তাঁদের একটি মঞ্চে নিয়ে এসে জেলার হস্তশিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। রাজ্য সরকারকে পাশে পেয়ে ওই হস্তশিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য ঐতিহ্য উৎসবের আয়োজন হয়েছে। জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, জার্মান ও আমেরিকা থেকেও পর্যটকেরা এসেছেন উৎসবে। ফলে মুর্শিদাবাদের পর্যটন কেন্দ্রের প্রচার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।