প্রতিবেদন : ২০২১ সালের ১৫ অগাস্ট তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল। তালিবান জঙ্গি গোষ্ঠী কাবুলের ক্ষমতা দখলের পর সেদেশে প্রভূত পরিবর্তন এসেছে। কিন্তু সেই পরিবর্তন আফগানিস্তানবাসীদের জন্য যে আদৌ সন্তোষজনক নয় তার প্রমাণ মিলল কবীর হাকমল নামের এক ব্যক্তির করা ট্যুইটে। কবীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে এক সাংবাদিকের দুটি ছবি দিয়েছেন তিনি। যার একটি তালিবান ক্ষমতায় আসার আগে এবং অন্যটি তালিবান ক্ষমতায় আসার পরে।
আরও পড়ুন-মানুষের পকেট কাটতে বৃদ্ধি স্বাস্থ্যবিমার টাকা
জানা গিয়েছে, যে ব্যক্তির ছবি শেয়ার করা হয়েছে তাঁর নাম মুসা মহম্মদি। মুসা প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের আমলে সাংবাদিকতা করতেন। পেশার দুনিয়ায় তাঁর যথেষ্ট সুনাম ছিল। কিন্তু তালিবান জমানায় সেই মুসা রাস্তার ধারে বসে খাবার বিক্রি করছেন। সাংবাদিকতা করার কথা ভুলে গিয়েছেন তিনি। তবে শুধু মুসা একা নন, তাঁর মতো অনেক উচ্চপদস্থ ও মেধাবী কর্মীর একই অবস্থা হয়েছে। তালিবান ক্ষমতায় আসার পর আগের সরকারের অধীনে কর্মরত বেশিরভাগ কর্মীকেই ছেঁটে ফেলেছে।
আরও পড়ুন-ত্রিপুরায় দুয়ারে গুন্ডা দিয়েছে বিজেপি
ফলে অবর্ণনীয় অবস্থার মধ্যে তাঁদের দিন কাটাতে হচ্ছে। গোটা দেশে চাকরির জন্য চলছে হাহাকার। সাংবাদিক মুসার এই ছবি বুঝিয়ে দিচ্ছে তালিবানের শাসনে আফগানিস্তানের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বোঝার জন্য এই একটি ছবিই যথেষ্ট। যেখানে একজন সাংবাদিক তাঁর পেশা ছেড়ে পরিবারের ভরণপোষণের জন্য ফুটপাতে খাবার বিক্রি করছেন।