মানুষের পকেট কাটতে বৃদ্ধি স্বাস্থ্যবিমার টাকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই মানুষকে অনেক আশ্বাস দিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি চাকরি দেবেন।

Must read

প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই মানুষকে অনেক আশ্বাস দিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি চাকরি দেবেন। ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করবেন। কিন্তু আয় দ্বিগুণ করা বা চাকরি দেওয়া তো দূরের কথা, কীভাবে মানুষের পকেট কাটা যায় সে বিষয়ে মোদি সরকার যথেষ্ট দক্ষ হয়ে উঠেছে। গত বছর বিমা ক্ষেত্র বেসরকারীকরণের পথ পরিষ্কার করতে বাদল অধিবেশন একটি বিল পাশ করেছিল মোদি সরকার।

আরও পড়ুন-ত্রিপুরায় দুয়ারে গুন্ডা দিয়েছে বিজেপি

বিজেপি নেতৃত্বাধীন সরকারের সৌজন্যে বিমা ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ আরও বেড়েছে। সাম্প্রতিক এক রিপোর্ট থেকে জানা গিয়েছে, জীবনবিমা ছাড়া অন্যান্য সব ধরনের বিমা এমনকী, স্বাস্থ্যবিমা পরিষেবার খরচ প্রায় ২৪ শতাংশ বেড়েছে। বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই জানিয়েছে, জীবনবিমা ছাড়া অন্যান্য ক্ষেত্রে খরচ প্রায় ২৪ শতাংশ বেড়েছে। এর ফলে ২০২১ সালের তুলনায় ২০২২ সালের মে মাসে বিমা সংস্থাগুলির অর্থ সংগ্রহের পরিমাণ অনেকটাই বেড়েছে। ২০২১ সালের মে মাসে বিমা সংস্থাগুলি প্রিমিয়াম বাবদ আয় করেছিল ১২৪২৪ কোটি টাকা। ২০২২ সালের মে মাসে সেটাই বেড়ে হয়েছে ১৫৪০৪ কোটি টাকা। দুটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার ২০২১ সালে প্রিমিয়াম বাবদ আয় ৮৭ কোটি টাকা।

Latest article