অনন্ত গুছাইত, নয়াদিল্লি : পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পশ্চিম উত্তরপ্রদেশের মিরাটে সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে শাসক দলকে শাস্তি দেওয়ার আবেদন জানালেন সংযুক্ত কিসান মোর্চার নেতারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংযুক্ত কিসান মোর্চার কোর কমিটির তিন নেতা হান্নান মোল্লা, রাকেশ টিকাইত ও যোগেন্দ্র যাদব।
আরও পড়ুন-ইমরানকে ধাক্কা
সম্মেলন শেষে যোগেন্দ্র যাদব ট্যুইট করে বলেছেন, আজ আমি বিপ্লবের ভূমি মিরাটে সংযুক্ত কিসান মোর্চার আবেদন নিয়ে হান্নান মোল্লা এবং রাকেশ টিকাইতের সঙ্গে মিডিয়ার সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেয়েছি। একটিই বার্তা, কৃষক বিরোধী বিজেপিকে শাস্তি দিন। কৃষক নেতা রাকেশ টিকাইতও ট্যুইট করে লিখেছেন, পশ্চিম উত্তরপ্রদেশ উন্নয়নের কথা বলতে চায়। হিন্দু, মুসলিম, জিন্নাহ, যারা ধর্মের কথা বলে তারা ভোট পাবে না। মুজফফরনগর হিন্দু-মুসলিম ম্যাচের স্টেডিয়াম নয়। দেশের প্রধানমন্ত্রী আন্দোলনে শহিদ কৃষকদের নাম পর্যন্ত নেননি। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী আন্দোলনে প্রাণ হারানো কৃষকদের শহিদ বলা থেকে বিরত রয়েছেন, কৃষকদের উচিত তাঁদের প্রার্থীদের প্রশ্ন করা।
আরও পড়ুন-জরুরি অবস্থা জারি
উল্লেখ্য, কিসান মোর্চা আগেই ঘোষণা করেছিল, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে সভা-সমাবেশের পরিবর্তে সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে শাস্তি দেওয়ার আহ্বান জানানো হবে। কারণ, বিজেপি কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গেছে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যূনতম সমর্থন মূল্য নিয়ে একটি কমিটি গঠন এবং কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ কিসান মোর্চার অনেক দাবি এখনও অপূর্ণ রয়েছে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং ওই দিন প্রথম দফায় উত্তরপ্রদেশের ৫৮টি আসনে ভোট হবে। এই ৫৮টি আসন পশ্চিম উত্তরপ্রদেশে এবং জাঠ ও মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসাবে পরিচিত।