প্রতিবেদন : রাজ্য সরকার রাজ্যপালের সচিব পদের জন্য তিনজন আধিকারিকের নামের তালিকা রাজভবনে পাঠিয়েছে। প্রথা অনুযায়ী রাজ্যপালের এই তিনজনের মধ্যে একজনকে নিজের সচিব হিসাবে বেছে নেওয়ার কথা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব অত্রি ভট্টাচার্য, শ্রম দফতরের সচিব বরুণকুমার রায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধনের নাম রাজ্যপালের সচিব হিসেবে প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, এর আগে রাজ্যপালের প্রধান সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। সম্প্রতি রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে নন্দিনী চক্রবর্তীকে পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন-গরমের শুরুতে সান্দাকফু ও সিকিমে প্রবল তুষারপাত
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হলে দিল্লি চলে যান তাঁর প্রধান সচিব সুনীলকুমার গুপ্ত। দিল্লিতে উপরাষ্ট্রপতির প্রধান সচিব হন তিনি। এই সময়ে পশ্চিবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন লা গণেশন। তখন তাঁর প্রধান সচিব হন ১৯৯৪ ব্যাচের আইএস অফিসার নন্দিনী চক্রবর্তী। এর পর গত বছর নভেম্বরে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হন সি ভি আনন্দ বোস। প্রধান সচিব হিসেবে দায়িত্বে থেকে যান নন্দিনী।
আরও পড়ুন-বিশ্বভারতী উপাচার্যের জরিমানা বহালই রইল
উল্লেখ্য, রাজ্যপাল রীতি বহির্ভূতভাবে অন্য রাজ্যের অবসরপ্রাপ্ত আমলা এনে উপদেষ্টা মণ্ডলী তৈরি করছেন। আর তাতে পদ্ধতিগত আপত্তি তোলার কারণেই রাজভবন থেকে নন্দিনী চক্রবর্তীকে সরে যেতে হয় বলে প্রশাসনিক মহলের দাবি। যদিও সরকারি ভাবে এবিষয়ে কিছু জানানো হয়নি নবান্নের তরফে।