পাখির চোখ লোকসভা ভোট (Loksabha election)। এর মধ্যেই নবান্ন (Nabanna) দুই জাতীয় সড়কের কাজ শুরু করতে চাইছে। নবান্ন সূত্রে খবর ডানকুনি – বেনারস এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে মুর্শিদাবাদ এর মোড়গ্রাম পর্যন্ত নতুন দুই জাতীয় সড়কের কাজ কতটা এগিয়েছে সেই নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক করে নবান্ন। ফাঁকা জমির উপর দিয়ে এই দুই জাতীয় সড়ক যাবে। কেন্দ্রের সঙ্গে এই জাতীয় সড়ক নির্মাণ নিয়ে এক দফা আলোচনা হয়েছে রাজ্যের। বেনারস – ডানকুনি জাতীয় সড়ক সম্পূর্ণ একটি আলাদা জাতীয় সড়ক হবে। বলা হচ্ছে, জাতীয় সড়ক তৈরি হলে কলকাতা থেকে বেনারসের পৌঁছনোর সময় অনেকটা কমে আসবে।
আরও পড়ুন-রোহতাসে থানার কাছে সাব-ইন্সপেক্টরকে মারধর
কলকাতা থেকে বেনারসের যোগাযোগ ব্যবস্থাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই জাতীয় সড়ক তৈরি করা হচ্ছে বলেই নবান্নের তরফে খবর। জানা গিয়েছে, শুক্রবার সকালে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে জাতীয় সড়কগুলির বিষয় নিয়ে পর্যালোচনা করেন। আলোচনা হয় জাতীয় সড়ক নির্মাণ নিয়েও। এদিনের বৈঠকে মুখ্য সচিব ডিসেম্বর মাসের মধ্যেই এই নতুন দুই জাতীয় সড়কের জন্য জমি অধিগ্রহণ কাজ শেষ করার নির্দেশ জারি করেছেন। দুই জাতীয় সড়ক তৈরী করতে কত ক্ষতিপূরণ দিতে হবে তার ৯০ শতাংশ সমীক্ষার কাজ শেষ করা হয়েছে। অপূর্ণ সমীক্ষার কাজ নভেম্বর মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
আরও পড়ুন-তিস্তার বিপর্যয়ে কালিম্পংয়ে ক্ষয়ক্ষতির পরিমাণের রিপোর্ট পাঠান হল নবান্নে
উল্লেখ্য, এদিনের বৈঠকে বেশ কয়েকটি জেলার জেলাশাসকরা উপস্থিত ছিলেন। শুধু নতুন জাতীয় সড়ক তৈরী নয়, বিভিন্ন জেলায় যে জাতীয় সড়কগুলি আছে তার বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা করেন মুখ্যসচিব। উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসককে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাজ খুব তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দেন মুখ্যসচিব। আমডাঙ্গা থেকে কয়েক কিলোমিটার রাস্তা চওড়া করার কাজও খুব দ্রুত শেষ করার কথা জানান তিনি। জেলা শাসকদের জাতীয় সড়ক সংক্রান্ত যেকোন সমস্যা মিটিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের যে কাজ চলছে সেই নিয়েও এদিনের বৈঠকে পর্যালোচনা হয়েছে।