প্রতিবেদন : তফসিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের প্রি-ম্যাট্রিক বৃত্তি দেওয়ার কাজের অগ্রগতি নিয়ে ক্ষুব্ধ নবান্ন। নবম এবং দশম শ্রেণির যত সংখ্যক ছাত্রছাত্রীর এই সুবিধা পাওয়ার কথা, তার মধ্যে মাত্র ৬০ শতাংশ নাম নথিভুক্ত করার কাজ শেষ হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে বাকিদের নাম নথিভুক্ত নিশ্চিত করতে, কাজে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। কারণ, রাজ্য চায় যত দ্রুত সম্ভব ছাত্রছাত্রীদের কাছে স্কলারশিপের টাকা পৌঁছে দিতে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকেও দায়িত্ব সহকারে নাম নথিভুক্তকরণের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-সিলিং বহির্ভূত জমির মালিকানা দিতে বিল পাশ
নবান্ন সূত্রে খবর, সোমবার নবান্নের তরফে প্রতিটি জেলাশাসককে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। কেন্দ্র ওবিসি ছাত্রছাত্রীদের বৃত্তি বন্ধ করে দিয়েছে। ফলে পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি দিতে মেধাশ্রী প্রকল্প চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মেধাশ্রী পোর্টাল চালু হয়ে গিয়েছে। পাশাপাশি, শিক্ষাশ্রী পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই। সেই কারণে, স্কুল কর্তৃপক্ষকে পোর্টালে যোগ্য ছাত্রছাত্রীদের নাম তোলার কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়।