ময়নায় সেতুর জন্য ৪ কোটি

গাজলের ময়না গ্রাম পরিদর্শনে যান মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, স্থানীয় বিডিও সহ অন্যরা

Must read

সংবাদদাতা, মালদহ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্য জুড়ে এসেছে উন্নয়নের জোয়ার। এবার তাঁর নির্দেশেই গাজল ব্লকের ময়নার দেবীদহে শ্রীমতী নদীর উপর কংক্রিটের সেতু নির্মাণ করা হবে। মোট ৭৩ মিটার লম্বা সেতুর জন্য এস্টিমেট তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, মোট ৪ কোটি টাকার প্রস্তাব পূর্ত দফতরে পাঠানোও হয়েছে। অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। খুব দ্রুত এটি অনুমোদন হয়ে যাবে। আগামী দিনে কাজও শুরু হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন-বৃত্তি নিয়ে কড়া বার্তা নবান্নের

রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ও ত্রাণ, পুনবার্সন দফতরের চেয়ারম্যান রঞ্জিত সরকার জানান, ময়নার ১২টি গ্রামের বাসিন্দারা এর ফলে উপকৃত হবে। সব কিছু কাজ এগিয়ে গিয়েছে। গ্রামে ইঞ্জিনিয়াররা গিয়েছিলেন। গাজল বিডিও উষ্ণতা মোক্তান জানান, কংক্রিটের সেতু করার জন্য আমরা সমস্ত কিছু প্রস্তুত করে জেলায় পাঠিয়ে দিয়েছি। এই সেতুটি পূর্ত দফতর থেকে করা হবে। উল্লেখ্য, গাজল ব্লকের উত্তর আলালের শ্রীমতী নদীর উপর চলাচলের জন্য বর্ষার সময় বাঁশের সাঁকো একমাত্র ভরসা। এই পথ দিয়ে দেবীদহ, কালীনগর, গৌরাঙ্গপুর, কানাইনগর, মালডাঙা, সহ মোট ১২টি গ্রামের অগণিত মানুষ যাতায়াত করে। গাজলের ময়না গ্রাম পরিদর্শনে যান মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, স্থানীয় বিডিও সহ অন্যরা।

Latest article