কেন্দ্রের জনবিরোধী নীতি, সরব সাঁকরাইল

প্রতিবাদ মিছিল থেকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে স্লোগান দেন কর্মী-সমর্থকরা

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি-সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ হল ঝাড়গ্রামের সাঁকরাইলে। মঙ্গলবার বিকেলে প্রতিবাদ কর্মসূচিতে বাংলাকে বঞ্চনা করার প্রতিবাদ জানানো হয়। তৃণমূল কর্মীরা দীর্ঘ মিছিল করেন। মিছিলের পর পথসভা হয়। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার আন্ধারির গড়ধরা এলাকায়।

আরও পড়ুন-ময়নায় সেতুর জন্য ৪ কোটি

প্রতিবাদ মিছিল থেকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে স্লোগান দেন কর্মী-সমর্থকরা। এদিন সাঁকরাইলের রগড়া অঞ্চলের নেকড়াশোল থেকে রগড়া বাসস্ট্যান্ড পর্যন্ত সাত কিলোমিটার মিছিলে অংশ নেন বহু মহিলা তৃণমূল কর্মীও। মিছিলের পুরোভাগে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লকের সভাপতি কমলকান্ত রাউত, ব্লকের সহ সভাপতি অনুপ মাহাতো, অঞ্চল তৃণমূল সভাপতি পঞ্চানন দাস প্রমুখ। কমলকান্তের অভিযোগ, বিজেপি হিংসার রাজনীতি করছে। সাঁকরাইলে আর হিংসার রাজনীতি চলবে না। বিভেদের রাজনীতি চলবে না। মানুষ বুঝে গিয়েছে বিজেপির ভাঁওতাবাজি। তাই হাজার হাজার মানুষ কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে পথে নেমেছে। নিত্যদিনের জিনিসের দামবৃদ্ধির প্রতিবাদে, মেহনতি মানুষের একশো দিনের কাজের টাকার দাবিতে এই আন্দোলন চলবে।

Latest article