চাকরি বাতিলের তালিকায় বিরোধীদের নাম বাড়ছে, নিয়োগ দুর্নীতিতে সিপিএম-বিজেপি

চাকরি হারানোর তালিকায় এবার নাম উঠল স্বরূপনগরের এক সময়ের দাপুটে সিপিএম নেতা বিশ্বনাথ মণ্ডলের মেয়ে স্বর্ণালী মণ্ডলের

Must read

প্রতিবেদন : নিয়োগ (recruitment) দুর্নীতিতে সিপিএম ও বিজেপির নাম জড়িয়ে পড়ল। তৃণমূলের বিরুদ্ধে এই দুই দল সরব হলেও নিজেদের নেতা-নেতৃদের এই দুর্নীতি নিয়ে মুখে কুলুপ। মঙ্গলবার দুই মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা ওই তালিকাও প্রকাশ করেছেন। সব মিলিয়ে বলা যায় এই দুর্নীতির শিকড় অনেক গভীরে। যেখানে বিজেপি, সিপিএমও সরাসরি যুক্ত।

আরও পড়ুন-বিশ্বের ৫০টি সর্বাধিক দূষিত শহরের মধ্যে ৩৯টি ভারতে

চাকরি হারানোর তালিকায় এবার নাম উঠল স্বরূপনগরের এক সময়ের দাপুটে সিপিএম নেতা বিশ্বনাথ মণ্ডলের মেয়ে স্বর্ণালী মণ্ডলের। সম্প্রতি আদালতের নির্দেশে গ্রুপ সি-র যে ৮৪২ জনের নামের তালিকা বেরিয়েছে তার মধ্যে স্বর্ণালীর নাম রয়েছে ৭৩২ নম্বরে। গোবিন্দপুর পঞ্চায়েতের পোলতার প্রাক্তন সিপিএম জোনাল কমিটির সদস্য বিশ্বনাথ মণ্ডলের মেয়ে স্বর্ণালী ২০১৮ সালে মসন্দপুরের রাজবল্লভপুর হাই স্কুলে ক্লার্কের চাকরি পান। দীর্ঘ ৫ বছর সেখানে কর্মরত তিনি। বর্তমানে বিবাহসূত্রে স্বরূপনগর-বাঙলানি গ্রামের হরিশপুরে শ্বশুরবাড়িতে থাকেন। স্বামী নিরুপম গাইন তেঁতুলিয়া শহিদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় ক্লার্ক পদে কর্মরত।

আরও পড়ুন-হাজিরা নিয়ে উত্তাল বিশ্বভারতী, বিক্ষোভ

চাকরি বাতিলের তালিকায় দলের নেতার মেয়ের নাম থাকায় অস্বস্তিতে সিপিএম নেতৃত্ব। এই নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বাতিলের তালিকায় এই নাম নিয়ে তৃণমূল নেতৃত্বও কটাক্ষ করেন।

Latest article