স্কুলের সরস্বতী পুজোর থিমে নারায়ণ দেবনাথ

Must read

অতিমারি করোনা সংক্রমণ পরিস্থিতি পেরিয়ে প্রায় দু বছর পর রাজ্যের স্কুলে স্কুলে শুরু হয়েছে পঠন পাঠন৷ পাশাপাশি স্কুল খুলেই বাগদেবীর আরাধনায় (Saraswati Pujo 2022) নতুন উদ্যমে মেতে উঠেছে ছাত্র ছাত্রীরা৷ তবে কোভিড সংক্রমণের পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের মন থেকে ভয় দূর করতে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত শান্তিনগর বিদ্যামন্দিরের শিক্ষক শিক্ষিকাগণ এক অভিনব উদ্যোগ গ্রহণ করে৷

২০২২ এর বাগ দেবীর আরাধনার ক্ষেত্রে কার্টুন সম্রাট স্বর্গীয় নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানিয়ে তারই কমিকস চরিত্রগুলি নিয়ে মণ্ডপ সাজানো হয়েছে ৷ যা সাধারণ ভাবে ছাত্র ছাত্রীদের মন কেড়েছে ৷

আরও পড়ুন – সরস্বতী পুজোয় অভিষেক-পুত্রের হাতেখড়ি  

উল্লেখ্য ,কার্টুন সম্রাট নারায়ণ দেবনাথ ২০২২ এর ১৮ জানুয়ারি, পরলোক গমন করেন ৷ এদিন শান্তিনগর বিদ্যামন্দিরে উপস্থিত হয়ে দেখা যায়, কমিকস চরিত্রের হাঁদা ভোঁদা ও নন্টে ফন্টেদের দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে ৷

এদিন স্কুলের সরস্বতী পুজো পরিদর্শনে আসেন রানিগঞ্জের বিধায়ক তথা এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জী। এদিন তিনি বলেন, নিজেদের স্কুলে সরস্বতী পুজো (Saraswati Pujo 2022) একটা নস্টালজিক ব্যাপার। এই বছর স্কুলের ছাত্রছাত্রীরা আবার নতুন উদ্যমে এই পুজো করতে পারছে। পাশাপাশি এখানে কার্টুন সম্রাটকে শ্রদ্ধাও জানানো হচ্ছে। বিদ্যালয় খুলে আবার নতুন উদ্যমে সরস্বতী পুজো হচ্ছে এটা খুবই আনন্দের বিষয়।

Latest article