পুরভোটের পরেই নির্বাচন আইএন টিটিইউসি

Must read

অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : রাজ্যে পুর নির্বাচনের পর্ব সমাপ্ত হলেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র (INTTUC) সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। শুক্রবার দুর্গাপুরের একটি সমবায় ব্যাঙ্কে এসে এমনই আশ্বাস দিয়ে গেলেন রাজ্য আইএনটিটিইউসি-র (INTTUC) সভাপতি ঝতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের প্রত্যেকটি শিল্প কারখানায় শ্রমিক সংগঠনের নতুন কমিটি তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমেই এই কমিটিগুলি কার্যভার গ্রহণ করবে। ইস্পাত নগরীর আকবর রোড ও বেনাচিতি সন্নিহিত এই সমবায় ব্যাঙ্কের ২৫ জন কর্মী ঋতব্রতবাবুর হাত ধরে এদিন তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগ দেন।

সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটকের উপস্থিতিতে মূলত বামমনস্ক এই কর্মীরা তৃণমূলের ছত্রছায়ায় এলেন। ঋতব্রতবাবু বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বেসরকারীকরণের নীলনকশা তৈরি করছে। মোদি ঘনিষ্ঠ কয়েকজন শিল্পপতির হাতে দেশের লাভজনক বেশ কয়েকটি ব্যাঙ্ক তুলে দিতে চাইছে সরকার । কোথাও আবার স্থায়ীভাবে কিছু ব্যাঙ্ক বন্ধ করে দেবার চক্রান্ত চলছে। সাধারণ মানুষ বুঝতে পারছেন এই সর্বনাশা চক্রান্তের বিরুদ্ধে একমাত্র তৃণমূল কংগ্রেসই বুক চিতিয়ে লড়ছে। তাই দলে দলে সাধারণ মানুষ তৃণমূলের ছাতার তলায় আশ্রয় খুঁজছেন। কারণ এ রাজ্যের মানুষ এতদিনে নিশ্চিতভাবেই উপলব্ধি করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলি দেন, তিনি সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করেন।

রাজ্যের বেশ কিছু শিল্পে শ্রমিক সংগঠনের দীর্ঘদিন কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি, এ প্রসঙ্গে নাম না করেই তিনি বিরোধী শিবিরের কয়েকজন শীর্ষ নেতৃত্বের প্রতি কটাক্ষ করে বলেন, নির্বাচন হলে পাছে তাঁদের ক্ষমতা হারাতে হয়, এই ভয়ে ওই বিরোধী নেতাদের কেউ কেউ শ্রমিক সংগঠনের নির্বাচনই করতে দিচ্ছেন না। এই ধরনের মৌরসীপাট্টা চলতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন ঋতব্রতবাবু। তিনি বলেন, রাজ্যের পুর নির্বাচন পর্ব শেষ হলেই শ্রমিক সংগঠনগুলির নির্বাচন অনুষ্ঠিত হবে।

Latest article