লন্ডন, ৩০ অগাস্ট : হেডিংলে টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান পেলেও বিরাট কোহলির ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন উঠছেই। চলতি সিরিজে পাঁচটি ইনিংসেই উইকেটের পিছনে ক্যাচ তুলে আউট হয়েছেন। দু’বার করে অ্যান্ডারসন ও রবিনসনের ডেলিভেরিতে। একবার আউট হয়েছেন স্যাম কারেনের বলে। বল নড়াচড়া করলেই সমস্যায় পড়ছেন বিরাট। ব্যাটসম্যান কোহলির কাছে সিরিজের শেষ দু’টি টেস্টও সহজ হবে না বলে সতর্ক করে দিলেন নাসের হুসেন।
আরও পড়ুন : ধসের পর চালু হয়েছিল তবে ফের বন্ধ টয়ট্রেন
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক রীতিমতো ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন, বিরাটের টেকনিকে কোথায় গলদ। সমস্যা হচ্ছে কোথায়। নাসের বলছেন, ‘‘এটা একটা টেকনিক্যাল ইস্যু। বিরাটের ব্যাকফুট পজিশনের দিকে আমি ইঙ্গিত করছি। অ্যান্ডারসন, রবিনসনের বলের লাইন ও ধরতে পারছে না। বিরাট বুঝতে পারছে না কোন বল ছাড়বে আর কোন বলটা খেলবে। অথবা ইনসুইংয়ের জন্য অপেক্ষা করবে। পুরনো বল বিরাট ভালই ছাড়ছে। কিন্তু নতুন বল ছেড়ে দেওয়া কঠিন হচ্ছে কারণ, পরে সুইং করছে’’।
আরও পড়ুন : সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা
এই প্রসঙ্গে নাসেরের সংযোজন, ‘‘হেডিংলেতে তৃতীয় দিন পুরনো বল ভাল সামলেছে বিরাট। কিন্তু চতুর্থ দিন বল দেরিতে সুইং করতেই ও সমস্যায় পড়ে গিয়েছে। তাই একই ভঙ্গিতে আউট হয়ে ফিরেছে। খুব উঁচুমানের বোলিং হচ্ছে। ওভাল, ম্যাঞ্চেস্টারেও বিরাটের কাজটা সহজ হবে না’’।