চারদিন পর খুলে গেল ১০ নম্বর জাতীয় সড়ক

Must read

প্রতিবেদন : চারদিন পর শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং রুটে (Sikkim-Kalimpong route) সরাসরি যান চলাচল শুরু হল। সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়কের শ্বেতিঝোরায় বিরাট ধসের কারণে এই ক’দিন সমস্ত গাড়ি ঘুরপথে চলাচল করছিল। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে রাস্তা মেরামত করা হয়েছে। অবশেষে চারদিন পর বুধবার শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং রুটে (Sikkim-Kalimpong route) সরাসরি যান চলাচল শুরু হয়েছে। এই ক’দিন ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে গাড়ি চলাচল করেছে ঘুরপথে। শিলিগুড়ি ও গ্যাংটকের মধ্যে যান চলাচল করেছে গরুবাথান-লাভা পথে। কিছু গাড়িকে তিস্তাবাজার-পেশক-কার্শিয়াং দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। পেলিং-শিলিগুড়ি পথে গাড়িগুলি চলাচল করেছে দার্জিলিং-লেবং দিয়ে। গাড়ি ঘুরপথে চলায় বাড়তি টাকা গুনতে হচ্ছিল যাত্রীদের। জাতীয় সড়ক বন্ধ থাকায় চিন্তায় পড়েছিলেন পর্যটন ব্যবসায়ীরাও। অবশেষ এই রুট খুলে দেওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন সকলেই।

আরও পড়ুন- রাজ্যের টাকায় পুরস্কার ঘোষণা রাজ্যপালের

Latest article