ওয়াঘা-আটারি সীমান্তে ঘুরে সেনা জওয়ানদের স্যালুট জানালেন তৃণমূল বিধায়ক

Must read

পাঞ্জাবের ওয়াঘা-আটারি সীমান্ত পরিদর্শন করে ভারতীয় জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তৃণমূল কংগ্রেস বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় (MLA Nayna Banerjee)।এদিন সীমান্ত পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও (MP Sudeep Banerjee)। আর এই অভিজ্ঞতাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূল বিধায়ক লেখেন, ‘সকল ভারতীয় সেনার পাশাপাশি বিশেষত ডিআইজি এবং কম্যান্ডান্টকে স্যালুট জানাই।’

এদিন সোশ্যাল মিডিয়ায় নয়না (Nayna Banerjee) লেখেন, ‘সীমান্তে প্রথমে মিউজিয়ামে ঘুরে দেখলাম। এরপর সীমান্তের ১০২টি স্তম্ভ দেখে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে দেখলাম। আমি সকলকে আমার আন্তরিক স্যালুট জানাই।’এরপরই সকল ভারতীয় সেনার পাশাপাশি বিশেষত ডিআইজি এবং কম্যান্ডান্টকে স্যালুট জানান তিনি। পাশপাশি তিনি এও লেখেন, ‘সকলকে বলব ইন্দো-পাক সীমান্তে আসুন এবং এই অনুষ্ঠান দেখে যান।’

সাংসদের সোশ্যাল মিডিয়ার পোস্ট স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, সীমান্ত পরিদর্শনের পর তিনি আপ্লুত। তাই বেশ কয়েকটি ছবির সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। পোস্টের শেষে লিখেছেন, ‘আমি জানি সকলেই ভারতকে এবং তাঁর জন্মভূমিকে ভালোবাসে। কিন্তু যখন সেনাদের কুচকাওয়াজ এবং বন্দেমাতরম, হিন্দুস্থান জিন্দাবাদের ধ্বনি কানে বাজে, তখন মনে এক অদ্ভুত শক্তি এবং ভারতমাতার প্রতি ভালোবাসা এবং সম্মান জেগে ওঠে।’

আরও পড়ুন: ইডির ক্ষমতা পুনর্বিবেচনায় রাজি হল শীর্ষ আদালত

Latest article