ভয়াবহ অগ্নিকাণ্ড পাকিস্তানের বাজারে, পুড়ে ছাই ৩০০টির বেশি দোকান

Must read

ভয়াবহ অগিকাণ্ড পাকিস্তানের ইসলামাবাদে (Pakistan Islamabad- Fire)। জানা গিয়েছে, সান্ড বাজারের সাত নম্বর গেটের কাছে আগুন লাগার ঘটনায় প্রায় ৩০০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। দেশের বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারও আগুন নেভানোর কাজে সহযোগিতা করে।

আরও পড়ুন-১০০ দিনের কাজে বরাদ্দ নিয়ে নতুন চক্রান্ত কেন্দ্রীয় সরকারের

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, বাজারের ৭ নম্বর গেটের কাছে একটি দোকানে আগুন (Pakistan Islamabad- Fire) লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সারা বাজারে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পাকিস্তানের সংবাদমাধ্যমের একাংশের খবর অনুযায়ী, পুরনো জামাকাপড় এবং কার্পেট বিক্রির জন্য এই বাজারটির খ্যাতি রয়েছে। রবিবার এই বাজারে তুলনায় বেশি বিকিকিনি হয় বলে স্থানীয়রা একে ‘সানডে বাজার’ও বলে থাকেন।

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ খান এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং আধিকারিকদের উদ্ধারকাজে তদারকি করতে বলেছেন। আগুন লাগার খবর জানার পর বাজারে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। দমকলের গাড়িকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার জন্য বাজারে যাওয়ার মূল রাস্তা শ্রীনগর হাইওয়েকে খালি করে দেওয়া হয়। তবে এর আগেও এই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Latest article