ভোটগণনা শুরু গুজরাত ও হিমাচলে

Must read

গুজরাত ও হিমাচলে (Gujarat- Himachal Pradesh) শুরু ভোটগণনা। ১৫ বছরের রেকর্ড ভেঙে দিল্লি পুরনিগম জয় করেছে আম আদমি পার্টি। এবার গুজরাট বিধানসভা ভোটেও সেরকমই ‘অভাবনীয় ফল’ হবে বলে দাবি আপের। তবে EVM খুলতেই গুজরাতে গেরুয়া ঝড়, হিমাচলেও এগিয়ে বিজেপি। দাগ কাটতে পারল না আপ, কংগ্রেস সেই তিমিরেই।

একদিকে বিজেপি যেমন সপ্তমবারের জন্য গুজরাতে ক্ষমতা দখলে মরিয়া, তেমনই হিমাচল প্রদেশেও টানা দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করতে চায় কেন্দ্রের শাসক দল। ১৯৯৮ সাল থেকে টানা গুজরাতে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে অবশ্য ১৯৯৫ সালে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারেনি। এ বারের গুজরাত বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং আম আদমি পার্টি।

গত ১২ নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়। অন্যদিকে, গুজরাটে ১ ও ৫ ডিসেম্বর- দুই দফায় ভোটগ্রহণ হয়। গুজরাটে এবারে ভোট পড়েছে ৬৬.৩১ শতাংশ।হিমাচল প্রদেশে ভোট পড়েছে ৭৬.৪৪ শতাংশ। আজ, ৮ ডিসেম্বর দুই রাজ্যেরই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। আজ সকাল ৮ টা থেকে ভোটগণনা শুরু হয়েছে।

আরও পড়ুন-১০০ দিনের কাজে বরাদ্দ নিয়ে নতুন চক্রান্ত কেন্দ্রীয় সরকারের

বিভিন্ন বুথফেরত সমীক্ষা বলছে, গুজরাটে এ বারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি। এবিপি-সি ভোটার সমীক্ষায় বলা হয়েছে বিজেপি ১২৮-১৪০টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১৩১-১৫১টি আসন। টুডে’জ চাণক্যর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এ বার বিজেপির আসন সংখ্যা হতে পারে ১৫০টি।

হিমাচল প্রদেশে (Gujarat- Himachal Pradesh) হাড্ডাহাড্ডি লড়াই হলেও সামান্য এগিয়ে রয়েছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, শাসক দল বিজেপি পেতে পারে ৩২ থেকে ৩৪ টি আসন। আর প্রধান প্রতিপক্ষ কংগ্রেস পেতে পারে ৩০ থেকে ৩২টি আসন। অন্যদিকে, এইবারই রাজ্যে প্রথমবার লড়াই করা আপ, সম্ভবত একটিও আসন জিততে পারবে না।এবার ভোটবাক্সের ফলাফলই বলবে সাধারণ মানুষ কোন দলকে নির্বাচন করেছেন।

Latest article