ফের পড়ুয়ার মৃত্যু রাজস্থানের কোটায় (Kota Rajasthan)। কোটা যাওয়াই কাল হচ্ছে পড়ুয়াদের! কোটাতে ‘অবসাদের’ বশে অতিরিক্ত পড়ার চাপ নিতে না পেরে প্রাণ হারাচ্ছেন একের পর এক পড়ুয়া। সোমবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রস্তুতিরত এক পড়ুয়ার ফের মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে চলতি বছরে মোট ২৫ জনের মৃত্যুর ঘটনা ঘটল।
আরও পড়ুন-সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সুর চড়িয়েছে তৃণমূল
উত্তরপ্রদেশের মাউ থেকে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় (Kota Rajasthan) এসেছিল মৃত তরুণী। পড়ুয়ার নাম প্রিয়ম সিং। ডাক্তারির প্রবেশিকা পাশ করার প্রস্তুতি নিচ্ছিলেন। কোটার বিজ্ঞান নগর এলাকার একটি হস্টেলে থাকতেন তিনি। বিজ্ঞান নগর থানার স্টেশন ইন-চার্জ কৌশল্যা জানিয়েছেন, সোমবার সকালে প্রিয়ম একটি কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল। দুপুর ৩টে নাগাদ কোচিং থেকে বেরিয়ে হস্টেলে ফেরার পথে রাস্তায় আচমকাই বমি করতে শুরু করে সে। অবস্থার অবনতি হতে থাকলে বন্ধুরা তাকে তড়িঘড়ি নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সন্ধে পৌনে ৭টা নাগাদ ওই হাসপাতালেই প্রিয়মের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা। পরিবারকে খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।