রিতিশা সরকার, শিলিগুড়ি : একদিকে দুর্গাপূজার সপ্তমী সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক। পুরোহিত মশাইরা সপ্তমী পুজোতে ব্যস্ত। আর অন্যদিকে পাহাড় থেকে সমতল নেপালি সম্প্রদায়ের মানুষেরা মাতলো তাদের অন্যতম বিশেষ ফুলপাতি উৎসব নিয়ে। সকাল থেকেই কলাবউ স্নান তারপরে সপ্তমী পূজার ভোগ নিবেদন সবই চলছে। একই সাথে নেপালি সম্প্রদায়ের মানুষেরা তাদের নিজস্ব সংস্কৃতির পোশাক পড়ে হাতে নানান বাদ্যযন্ত্র নিয়ে মেতে ওঠে নাচে গানে। কারণ সপ্তমীর দিন সকালেই তাদের অন্যতম বিশেষ উৎসব ফুল পাতি উৎসব পালন হয়। এদিন নেপালি সম্প্রদায়ের মানুষেরা ফুল দিয়ে পালকির মতন করে বিশাল আকারে ডালা তৈরি করে।
আরও পড়ুন : নেপালিরা মাতলো ফুলপাতি উৎসব
এই ডালানিয়েই নাচে-গানে শুরু হয় শোভাযাত্রা। ডালার মধ্যেই সাধারণ মানুষ ফুল নিবেদন করে থাকে। নিবেদন করা ফুল সযত্নে নিয়ে গিয়ে দেবী দুর্গার চরণে অর্পণ করে। প্রত্যেক বছর সপ্তমীর দিন ফুল পাতি উৎসবের শোভাযাত্রা বের হয়। মঙ্গলবার সকালেও শিলিগুড়ি হিলকার্ট রোডে শোভাযাত্রা বের হয়েছিল। অন্যদিকে একই ভাবে দার্জিলিং কার্শিয়াং কালিংপঙ মালবাজা সহ বিভিন্ন জায়গায় ফুলপাতি উৎসব পালন হয়েছে।