প্রতিবেদন : আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার (Secondary Board) নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করতে মধ্যশিক্ষা পর্ষদ ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজার কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। আলিপুরদুয়ার ও ঝাড়গ্রামের মতো যেসব জেলায় একটি করে মহকুমা রয়েছে সেখানে দুই সদস্যের কমিটি গঠন করা হবে। অপরদিকে একাধিক মহকুমা রয়েছে সেখানে পৃথক মহকুমার জন্য আরও একজন করে ডিএনএসি সদস্য নিয়োগ করা হবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা (Secondary Board) পরিচালনার জন্য এবার কনভেনার, জয়েন্ট কনভেনার এবং অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারের পাশাপাশি ইমার্জেন্সি রেসপন্স টিম রাখা হবে। পর্ষদ সচিব এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ডিস্ট্রিক্ট মনিটরিং টিম, ডিএনএসি এবং ইআরটি সদস্যদের এবার মাধ্যমিক পরীক্ষার সময় এক হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- মিটার ছাড়া মিলবে না জলের সংযোগ, সিদ্ধান্ত কলকাতা পুরসভার