মিটার ছাড়া মিলবে না জলের সংযোগ, সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Must read

প্রতিবেদন : বাড়িতে জলের নতুন কানেকশন নিতে চান? তাহলে বাড়িতে মিটার (Water Meter) বসানো বাধ্যতামূলক। এমন কথাই জানিয়ে দিল কলকাতা পুরসভা। জল অপচয় রুখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডে জলের মিটার বসানো হয়েছে। তাতে সুফল মিলেছে। মিটার (Water Meter) বসালেই জল কর দিতে হবে বলে আশঙ্কা বাড়ছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই পদক্ষেপের আসল লক্ষ্য জলের অপচয় বন্ধ করা। আর সেদিকেই এখন থেকে বিশেষ দৃষ্টি দেওয়া হবে। প্রত্যেক নাগরিক যাতে পরিস্রুত জল পান সেটাই কলকাতা পুরসভার লক্ষ্য। কোনওভাবেই যাতে পানীয় জলের অপচয় না হয় তার জন্য সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে। তবে মিটার বসালেই জল কর নেওয়া হবে বলে আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের। সেই আশঙ্কার কথা উড়িয়ে ফিরহাদ হাকিম স্পষ্ট করে দিয়েছেন, কলকাতা পুরসভার লক্ষ্য হল জলের অপচয় বন্ধ করা। সেই কারণেই এই পদক্ষেপ করা হয়েছে। যদিও এই ভাবনাকে পাইলট প্রোজেক্ট হিসেবে শুরু করে দেওয়া হয়েছিল ২০১৭ সালে। সেই সময় কলকাতা পুরসভা ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডে কাশীপুর থেকে বেলগাছিয়া অঞ্চল পর্যন্ত মিটার বসানোর কাজ শুরু করে। ওই অঞ্চলের মিটার বসানোর পর ৫২ শতাংশ জলের অপচয় রোধ করা সম্ভব হয়েছে। পুরসভা সূত্রে খবর, এই রিপোর্ট থেকে অনুপ্রাণিত হয়ে এবার সবার জন্যই নিয়ম চালু করা সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।

আরও পড়ুন- ডাল লেকে হাউসবোটে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৩ বাংলাদেশি পর্যটকের

Latest article