প্রতিবেদন: আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর-পূর্বের বিজেপি শাসিত রাজ্য মণিপুর। বৃহস্পতিবার সকালে মণিপুরের বিষ্ণুপুর জেলায় মেইতেই ও কুকি সম্প্রদায়ের মানুষ জাতিগত সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই। যদিও এই লড়াইয়ে কেউ হতাহত হয়নি, তবে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। হিংসাত্মক পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও মাঝে মধ্যেই নানান জায়গায় জ্বলে উঠছে হিংসার আগুন।
আরও পড়ুন-দিল্লিতে জি-২০ সামিটের আগে ফাঁস ১০০ কোটি ডলার বিদেশে পাচার করেছেন আদানি!
গত মঙ্গলবার মণিপুরের খৈরেনতক গ্রামে হিংসার বলি হয়েছিলেন গ্রামের নিরাপত্তার দায়িত্বে থাকা এক স্বেচ্ছাসেবী। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। সেই ঘটনায় পরে তল্লাশি অভিযান চালিয়ে চার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রচুর গোলাবারুদ এবং অস্ত্র উদ্ধার হয়েছে। উল্লেখ্য, গত চার মাস ধরে গোষ্ঠী সংঘর্ষে অশান্ত মণিপুর। ইতিমধ্যেই ১৬০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ ঘরছাড়া। আহতের সংখ্যাও কম নয়। মণিপুরের হিংসার ঘটনায় তদন্তের দায়িত্ব নিয়েছে সিবিআই।
আরও পড়ুন-‘একডাকে অভিষেক’, ফোন করতেই দ্রুত পদক্ষেপ, একরত্তি শিশুর জীবন ফেরাল পিজি
এই হিংসার ঘটনায় দায়ের হওয়া ২৭টি এফআইআরের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। যে ২৭টি মামলার তদন্ত করছে সিবিআই, তার মধ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলার সংখ্যা ১৯, অস্ত্র লুটের মামলার সংখ্যা ৩। দুটি হত্যা এবং একটি করে হিংসা এবং খুন, অপহরণ এবং অপরাধের ষড়যন্ত্রের মামলা রয়েছে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…