গুলির লড়াই, আবার নতুন সংঘর্ষ মণিপুরে

আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর-পূর্বের বিজেপি শাসিত রাজ্য মণিপুর।

Must read

প্রতিবেদন: আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর-পূর্বের বিজেপি শাসিত রাজ্য মণিপুর। বৃহস্পতিবার সকালে মণিপুরের বিষ্ণুপুর জেলায় মেইতেই ও কুকি সম্প্রদায়ের মানুষ জাতিগত সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই। যদিও এই লড়াইয়ে কেউ হতাহত হয়নি, তবে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। হিংসাত্মক পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও মাঝে মধ্যেই নানান জায়গায় জ্বলে উঠছে হিংসার আগুন।

আরও পড়ুন-দিল্লিতে জি-২০ সামিটের আগে ফাঁস ১০০ কোটি ডলার বিদেশে পাচার করেছেন আদানি!

গত মঙ্গলবার মণিপুরের খৈরেনতক গ্রামে হিংসার বলি হয়েছিলেন গ্রামের নিরাপত্তার দায়িত্বে থাকা এক স্বেচ্ছাসেবী। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। সেই ঘটনায় পরে তল্লাশি অভিযান চালিয়ে চার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রচুর গোলাবারুদ এবং অস্ত্র উদ্ধার হয়েছে। উল্লেখ্য, গত চার মাস ধরে গোষ্ঠী সংঘর্ষে অশান্ত মণিপুর। ইতিমধ্যেই ১৬০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ ঘরছাড়া। আহতের সংখ্যাও কম নয়। মণিপুরের হিংসার ঘটনায় তদন্তের দায়িত্ব নিয়েছে সিবিআই।

আরও পড়ুন-‘একডাকে অভিষেক’, ফোন করতেই দ্রুত পদক্ষেপ, একরত্তি শিশুর জীবন ফেরাল পিজি

এই হিংসার ঘটনায় দায়ের হওয়া ২৭টি এফআইআরের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। যে ২৭টি মামলার তদন্ত করছে সিবিআই, তার মধ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলার সংখ্যা ১৯, অস্ত্র লুটের মামলার সংখ্যা ৩। দুটি হত্যা এবং একটি করে হিংসা এবং খুন, অপহরণ এবং অপরাধের ষড়যন্ত্রের মামলা রয়েছে।

Latest article