‘একডাকে অভিষেক’, ফোন করতেই দ্রুত পদক্ষেপ, একরত্তি শিশুর জীবন ফেরাল পিজি

জানা গেছে, গত শনিবার উলুবেড়িয়ার কালীনগরের ৮ মাসের শিশুকন্যা আলিপসা জান্নাত খেলতে খেলতে হঠাৎই একটি লকেট গিলে ফেলে

Must read

সংবাদদাতা, হাওড়া : ৮ মাসের শিশু খেলতে খেলতে গিলে ফেলেছিল লকেট। সেই লকেট গলায় আটকে বিপত্তি। শিশুর পরিবারের তরফে স্থানীয় যুব তৃণমূল নেতার মাধ্যমে ‘এক ডাকে অভিষেক’ নম্বরে মিলল দ্রুত সমাধান। আধ ঘণ্টার মধ্যে এসএসকেএম হাসপাতালে অপারেশন হল শিশুটির। চিকিৎসকদের তৎপরতায় সুস্থ হয়ে মায়ের কোলে চেপে বাড়ি ফিরল ওই শিশু। জানা গেছে, গত শনিবার উলুবেড়িয়ার কালীনগরের ৮ মাসের শিশুকন্যা আলিপসা জান্নাত খেলতে খেলতে হঠাৎই একটি লকেট গিলে ফেলে।

আরও পড়ুন-ডুরান্ড ফাইনালে লাল-হলুদের সামনে মোহনবাগান

একরত্তির ওই শিশুর গলায় আটকে যায় সেই লকেট। এরপরই শিশুটির বাবা পেশায় জরিশিল্পী শেখ সইদুল্লা ও মা হোসেনারা বেগম তাঁদের একমাত্র সন্তানকে নিয়ে উলুবেড়িয়া হাসপাতালে যান। সেখান থেকে চিকিৎসকরা শিশুটিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। এরপরই শিশুটির বাবা-মা হাওড়া জেলা(গ্রামীণ) যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। দেবাশিস শিশুটিকে নিয়ে তার বাবা-মায়ের সঙ্গেই এসএসকেএমের উদ্দেশ্যে রওনা হন। দেবাশিসের কথাতেই শিশুটির বাবা-মা ‘এক ডাকে অভিষেক’ নাম্বারে ফোন করে সমস্ত ঘটনা জানিয়ে সাহায্যের আবেদন জানান।

আরও পড়ুন-২ তৃণমূল নেতাকে গুলি

এক ডাকে অভিষেকে ফোন করে জানাতেই দ্রুত পদক্ষেপ করা হয়। এসএসকেএমে পৌঁছোনোর আধ ঘণ্টার মধ্যেই সেখানকার চিকিৎসকরা শিশুটির অস্ত্রোপচার করে গলা থেকে লকেটটি বের করেন। শিশুটিকে দুদিন আইসিইউতে রাখা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শিশুটি। বৃহস্পতিবার মায়ের কোলে চেপে বাড়ি ফিরে উলুবেড়িয়ার কালীনগরে বাড়ি ফিরে আসে ছোট্ট জান্নাত। মেয়েকে বাড়ি ফিরিয়ে এনে মা হোসেনারা বললেন, ‘এক ডাকে অভিষেক’ নম্বরে ফোন করে আমরা যেভাবে সাহায্য পেলাম তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ফোন করতেই তাঁর অফিস থেকে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হয়েছে। নিয়মিত খোঁজ নেওয়া হয়েছে। দ্রুত অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরই সঙ্গে হাওড়া জেলা যুব তৃণমূলের নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ও আমাদের সঙ্গে থেকে সবসময় সাহায্য করেছেন। তাঁদের সাহায্যই আমার মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারল।

Latest article