পথ দুর্ঘটনা সামলাতে শহরের বাস, ট্রাকের জন্য নয়া সিদ্ধান্ত কলকাতা পুলিশের

অনেক কম খরচ করেও বুদ্ধি দিয়ে দুর্ঘটনা আটকানো যায়। তবে সেই খরচটুকুও করতে বাস মালিকরা নারাজ থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই

Must read

বড় গাড়ি অর্থাৎ বাস বা লরির খুব কাছে কোনও সাইকেল বা মানুষ চলে আসলে উঁচুতে বসে থাকা চালকের পক্ষে দেখা সম্ভব হয় না। সে ক্ষেত্রে এই জায়গাকে ‘ব্লাইন্ড স্পট’ (blind spot) হিসেবে চিহ্নিত করা হয়। কলকাতা পুলিশ (Kolkata police) বেহালার দুর্ঘটনার ক্ষেত্রে এই ব্লাইন্ড স্পটকে দায়ী করেছে । এরকম অজস্র উদাহরণ রয়েছে। তাই এই সমস্যা মেটাতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জন্য প্রত্যেকটি বাস ও ট্রাকের ডান দিকে বড় আয়না বসাতে হবে। এই আয়নার নাম হবে ফ্রন্ট ভিউ মিরর। এই আয়নার জন্য খরচ করা হচ্ছে ২০০ টাকা।

আরও পড়ুন-লোকসভা থেকে সাসপেন্ড অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতাকে নিশানা দেবাংশুর

এর ফলে ব্লাইন্ড স্পটে কোনও মানুষ বা কোন ছোট গাড়ি থাকলে সহজেই ওই আয়নার সাহায্যে দেখতে পারবেন চালক। লালবাজার সূত্রে খবর, কলকাতার প্রত্যেকটি সরকারি, বেসরকারি বাস, ট্রাক বা লরিতে ফ্রন্ট ভিউ মিরর বসাতে হবে ।

আরও পড়ুন-রাশিয়ায় ১১টি ড্রোন হামলা জেলেনেস্কির দেশের সেনার!

প্রসঙ্গত, অনেক কম খরচ করেও বুদ্ধি দিয়ে দুর্ঘটনা আটকানো যায়। তবে সেই খরচটুকুও করতে বাস মালিকরা নারাজ থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই। তাই পুলিশের পক্ষ থেকেই প্রত্যেকটি বাস ও ট্রাক টার্মিনাসে এই ফ্রন্ট ভিউ মিরর বা আয়না জোগাড় করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে গাড়ির কোন জায়গায় কীভাবে ফ্রন্ট ভিউ মিরর বসাতে হয় সেই নিয়ে সচেতন করা হচ্ছে। এর ফলে দুর্ঘটনা অনেকটা কমবে বলে মনে করছে পুলিশ।

Latest article