বিশ্ব ব্যাডমিন্টন, শুরুতেই বাই পেলেন সিন্ধু, সাত্ত্বিক-চিরাগ

প্রসঙ্গত, বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে এখনও পর্যন্ত মোট ১৩টি পদক জিতেছে ভারত। মেয়েদের সেরা সাফল্য ২০১৯ সালে সিন্ধুর সোনা জয়

Must read

কুয়ালালামপুর, ১০ অগাস্ট : বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে বাই পেলেন পিভি সিন্ধু। দু’বারের অলিম্পিক পদকজয়ী তাই সরাসরি দ্বিতীয় রাউন্ড থেকে লড়বেন। সিন্ধু একা নন, শুরুতেই বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছছেন ভারতীয় ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রাংকিরেড্ডি ও চিরাগ শেঠিও। গতবার এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন সাত্ত্বিক-চিরাগ জুটি।

আরও পড়ুন-পথ দুর্ঘটনা সামলাতে শহরের বাস, ট্রাকের জন্য নয়া সিদ্ধান্ত কলকাতা পুলিশের

আগামী ২১ অগাস্ট ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বসছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। চলবে ২৭ অগাস্ট পর্যন্ত। বৃহস্পতিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল টুর্নামেন্টের ড্র। ২০১৯ সালের চ্যাম্পিয়ন সিন্ধু শুরুতে বাই পেলেও কঠিন ড্র পেয়েছে। তাঁর অর্ধে রয়েছেন থাইল্যান্ডের রাটচানক ইন্টানন ও কোরিয়ার আন সে ইয়ুং। দ্বিতীয় রাউন্ডে সিন্ধুর সম্ভাব্য প্রতিপক্ষ জাপানের নাজোমি ওকুহারা। ছেলেদের সিঙ্গলসে দুরন্ত ফর্মে থাকা এইচ এস প্রণয় প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন ফিনল্যান্ডের কালে কোলজোনেনের। আরও দুই ভারতীয় শাটলার লক্ষ্য সেন এবং কিদাম্বি শ্রীকান্তের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ যথাক্রমে মরিসাসের জর্জেস জুলিয়েন পল ও জাপানের কেন্তা নিশিমোতো।

আরও পড়ুন-লোকসভা থেকে সাসপেন্ড অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতাকে নিশানা দেবাংশুর

মেয়েদের ডাবলসের প্রথম রাউন্ডে বাই পেয়েছেন ভারতীয় জুটি গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জোলিও। প্রসঙ্গত, বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে এখনও পর্যন্ত মোট ১৩টি পদক জিতেছে ভারত। মেয়েদের সেরা সাফল্য ২০১৯ সালে সিন্ধুর সোনা জয়। ছেলেদের সিঙ্গলসের সেরা সাফল্য ২০২১ সালে শ্রীকান্তের রুপো জয়।

Latest article