ডার্বিতে অভিষেক কামিন্সের টিকিটের চাহিদা তুঙ্গে

ডুরান্ড কাপের গ্রুপের ম্যাচে পরস্পরের মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার থেকেই বিক্রি শুরু হয়েছে শনিবাসরীয় বড় ম্যাচের

Must read

প্রতিবেদন : শনিবার মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপের গ্রুপের ম্যাচে পরস্পরের মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার থেকেই বিক্রি শুরু হয়েছে শনিবাসরীয় বড় ম্যাচের। এদিন সকাল থেকেই দুই বড় ক্লাবে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। বেলা যত গড়িয়েছে, ততই দীর্ঘ হয়েছে টিকিটের লাইন।

আরও পড়ুন-বিশ্ব ব্যাডমিন্টন, শুরুতেই বাই পেলেন সিন্ধু, সাত্ত্বিক-চিরাগ

ডার্বি যুদ্ধের ৪৮ ঘণ্টা আগে দুই প্রধানের শিবিরের চিত্রটা সম্পূর্ণ বিপরীত। জুয়ান ফেরান্দো যেখানে নিজের দল অনেকটাই গুছিয়ে নিয়েছে, সেখানে কার্লেস কুয়াদ্রাতের কপালে চওড়া ভাঁজ! খুব বেশিদিন হয়নি দল হাতে পেয়েছেন। প্রি-সিজন ঠিকঠাক না হওয়াতে ফুটবলারদের ফিটনেসে ঘাটতি রয়েছে। তার উপরে গতবারের সর্বোচ্চ গোলদাতা ক্লেটন সিলভা এখনও শহরেই পৌঁছননি। লাল-হলুদ শিবিরের খবর, তিনি শনিবার ভোরে কলকাতায় পা রাখবেন। কুয়াদ্রাতের দাবি, ক্লেটন তাঁকে জানিয়েছেন তিনি ফিট। তাই ডার্বিতে ব্রাজিলীয় স্ট্রাইকারকে রিজার্ভ বেঞ্চে রাখার ভাবনা রয়েছে লাল-হলুদের কোচের।

আরও পড়ুন-পথ দুর্ঘটনা সামলাতে শহরের বাস, ট্রাকের জন্য নয়া সিদ্ধান্ত কলকাতা পুলিশের

অন্যদিকে, শনিবার অস্ট্রেলীয় বিশ্বকাপার জেসন কামিন্সকে নামিয়ে দিয়ে চমক দিতে পারেন জুয়ান। বাগান কোচ ইতিমধ্যেই তিন বিদেশি— হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোস ও ব্রেন্ডন হ্যামিলকে আগের ম্যাচেই দেখে নিয়েছেন। ডার্বিতে কামিন্স তুরুপের তাস হতে পারেন জুয়ানের। সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন অস্ট্রেলীয় তারকাকে সবুজ-মেরুন জার্সি গায়ে দেখার। কামিন্সের গোলে ডার্বি জিতলে, সেটা হবে মোহনবাগান ভক্তদের বাড়তি পাওনা।

Latest article