প্রতিবেদন : দৈনিক সংক্রমণ ক্রমশ নিম্নমুখী হলেও করোনার নতুন এক ভ্যারিয়েন্ট ফের দাপট দেখাতে শুরু করেছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র-সহ দেশের ছ’টি রাজ্যে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। পাশের রাজ্য মহারাষ্ট্রে নতুন এই ভ্যারিয়েন্টের হদিশ মিলতেই কর্নাটকের (Karnataka- Coronavirus) স্বাস্থ্য দফতর রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন-টাকার উপর লক্ষ্মী-গণেশের ছবি ছাপুন, মোদিকে পরামর্শ কেজরির
স্বাস্থ্য দফতর এক বিবৃতিতে জানিয়েছে, কয়েকটি রাজ্যে (Karnataka- Coronavirus) করোনার নতুন প্রজাতির হদিশ মিলেছে। বেশ কয়েকজন নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি, বিকিউ-১, বিএ-২.৩.২০-য় আক্রান্ত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতির কারণে রাজ্যবাসীকে মাস্ক পরতে এবং যথাসম্ভব দূরত্ববিধি মেনে চলতে হবে। জনবহুল এলাকা বিশেষ করে সিনেমা হল, বাজার, রেলস্টেশনে প্রত্যেককে মাস্ক পরতে হবে। যে কোনও ধরনের মাস্ক নয়। পরতে হবে এন-৯৫ বা মেডিকেটেড মাস্ক। ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার। কারও শরীরে যদি করোনার উপসর্গ দেখতে পাওয়া যায় তাহলে অবিলম্বে তাঁকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষভাবে নজর রাখতে হবে বয়স্কদের দিকে। বারে বারে হাত ধুতে হবে। এখনও যাঁরা করোনার টিকা নেননি, তাঁদের অবিলম্বে টিকা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।