টাকার উপর লক্ষ্মী-গণেশের ছবি ছাপুন, মোদিকে পরামর্শ কেজরির

ভোটের মুখে হিন্দুত্ব আবেগ জেতার কৌশল?

Must read

প্রতিবেদন : বর্তমানে দেশে টাকার উপর শুধু জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি থাকে। এবার শুধু গান্ধীর ছবি থাকা নিয়ে প্রশ্ন তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর পরামর্শ, টাকার উপর কেন শুধু গান্ধীজির ছবি থাকবে? টাকায় লক্ষ্মী ও গণেশের (Ganesh-Lakshmi on currency) ছবিও ছাপা হোক। মোদিকে দেওয়া পরামর্শে কেজরি বলেছেন, ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ। অথচ সেখানে টাকার উপর রয়েছে দেবতার ছবি। টাকার গায়ে একদিকে যেমন মহাত্মা গান্ধীর ছবি আছে সেটা আগের মতোই থাকুক। অন্য পিঠে লক্ষ্মী ও গণেশের ছবি ছাপা হোক। তার কারণ লক্ষ্মী ও গণেশ হলেন সম্পদের দেবদেবী। তাঁদের ছবি থাকলে দেশের উন্নতি হবে। অর্থনীতিতে জোয়ার আসবে। অনেক সময় চেষ্টা করেও উন্নতি ও বৃদ্ধি হয় না। আসলে দেবতার আশীর্বাদ না থাকলে যত চেষ্টাই করা হোক না কেন আশানুরূপ ফল মেলে না। তাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, টাকার উপর লক্ষ্মী ও গণেশের (Ganesh-Lakshmi on currency) ছবি ছাপানো হোক। কেজরির এই পরামর্শ সামনে আসতেই তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেছে কংগ্রেস ও বিজেপি। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেছেন, কেজরি নোট নিয়েও রাজনীতি করছেন। অন্যদিকে বিজেপি নেতা সম্বিত পাত্র বলেছেন, কেজরি এক পাল্টিবাজ নেতা। গুজরাত ও হিমাচলে ভোটের আগে বিপাকে পড়ে হিন্দুত্বের শরণাপন্ন হয়েছেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মত, গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোটে ইতিমধ্যেই হিন্দু ভোট একত্রিত করার কৌশল হিসাবে সাম্প্রদায়িক মেরুকরণ শুরু করে দিয়েছে বিজেপি। এবার তাতে জল ঢালতে সক্রিয় আপ। এই ইস্যু কেজরির পরিকল্পিত চাল বলে মত ওয়াকিবহাল মহলের

আরও পড়ুন-আড়াই হাজার টাকা শোধ দিতে না পেরে হাত খোয়াল যুবক

Latest article