ঝাড়গ্রামে নতুন শিল্পতালুক

শিল্পের নতুন দুয়ার খুলে গেল পর্যটনের শহর ঝাড়গ্রামে।

Must read

মিতা নন্দী , ঝাড়গ্রাম, শিল্পের নতুন দুয়ার খুলে গেল পর্যটনের শহর ঝাড়গ্রামে। বুধবার ঝাড়গ্রাম শহরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক পর্যালোচনা সভায় সে কথাই পরিষ্কার হয়ে গেল। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ভবতোষ মণ্ডল। সভা চলাকালীন মুখ্যমন্ত্রী খোঁজ করেন চেম্বার অব কমার্স থেকে কেউ এসেছেন কিনা? জানতে চান তাঁদের কিছু বলার আছে কিনা? সে সময় ঝাড়গ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি জানান ঝাড়গ্রামে শিল্প কম আছে।

আরও পড়ুন-সংবর্ধিত হলেন গুণিজনেরা

যেগুলি আছে সেগুলির কোনও সমস্যা হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হয়। মুখ্যমন্ত্রী তাঁর কাছ থেকে ঝাড়গ্রামে কি ধরনের শিল্প হতে পারে সে সম্বন্ধে জানতে চান। বলেন, আপনাদের পরামর্শ আছে কিছু? উত্তরে ভবতোষ মন্ডল জানান, ঝাড়গ্রামে অ্যাগ্রো বেস শিল্প আর ছোট ছোট শিল্প কারখানা গড়ে উঠতে পারে। তখন মুখ্যমন্ত্রী ওই শিল্পপতিকে বলেন, আমরা যদি একটা শিল্প তালুক গড়ে তুলি? ভবতোষ বাবু বলেন,’আমরা নিজেদের ব্যক্তিগত জমি দিয়ে একটা শিল্প তালুকের মতো করেছি। প্রশাসন থেকেও ৫ একর জমির ওপর কয়েকটা শিল্প তালুক করতে চায়। তখন মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে ৫ একর জমি শিল্প তালুক গড়ার জন্য অনুমোদন করে দিয়েছেন। ওই সভায় জানানো হয় ঝাড়গ্রামের জেলা শাসকের দফতর থেকে ইতিমধ্যে নয়াগ্রাম ও ঝাড়গ্রামে দুটি জমি শিল্প তালুক করার জন্য চিন্হিত করা হয়েছে। একটি ৫ একর ও অপরটি ৭একর।

Latest article