ডেঙ্গু নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর

জলপাইগুড়ির বাগরাকোটে ৫০ থেকে ৬০ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হল

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ির বাগরাকোটে ৫০ থেকে ৬০ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হল। বুধবার থেকেই ওই এলাকায় শুরু হয়েছে স্বাস্থ্যপরীক্ষা শিবির, সেই সঙ্গে মশা মারার স্প্রে ছড়ানোর কাজও। মঙ্গলবারই বাগরাকোটের ডেঙ্গুপ্রবণ এলাকা পরিদর্শন করে যান রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। সঙ্গে ছিলেন মালবাজার মহকুমার স্বাস্থ্য এবং প্রশাসনের আধিকারিকেরা।

আরও পড়ুন-ঝাড়গ্রামে নতুন শিল্পতালুক

এলাকার একটি হলঘরে স্বাস্থ্য দফতর ও প্রশাসনের আধিকারিকদের বৈঠক হয়। বৈঠকে ছিলেন ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, পাব্লিক হেলথ ডাঃ অসিত বিশ্বাস, সিএমওএইচ ডাঃ অসীম হালদার, মালবাজারের মহকুমা শাসক পীযূষ ভগবান রাও সালুঙ্কে-সহ ব্লক প্রশাসন আধিকারিক ও আশাকর্মীরা। স্বাস্থ্য দফতর সুত্রের খবর, ২৯ এপ্রিল থেকে ডেঙ্গুর সন্ধান পাওয়া গেছে এলাকার টপ লাইন এবং বিডিআর বস্তিতে।

Latest article