প্রতিবেদন : সাইবার জালিয়াতি থেকে বাঁচতে সরকারি পোর্টাল চালু করল কেন্দ্র। সময় যত গড়াচ্ছে দেশে সাইবার জালিয়াতির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। আর্থিক প্রতারণার জেরে সর্বস্ব খুইয়ে পথে বসার হাল সাধারণ মানুষের। বহুদিন এই প্রতারণা চললেও এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সরকারি স্তরে আরও কড়া আইন আনার দাবি ওঠে। এবার তাই সাইবার জালিয়াতি রুখতে সরকারি স্তরে উদ্যোগ নেওয়া শুরু হল। সম্প্রতি ভারত সরকার সাইবার অপরাধ এবং অপরাধীদের দমন করতে একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে। এই পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘চক্ষু’। এই পোর্টালে ভারতের সমস্ত নাগরিক সাইবার জালিয়াতির বিষয়ে নিজেদের অভিযোগ জানাতে পারবেন।
আরও পড়ুন-সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, এসবিআইয়ের বিরুদ্ধে মামলা
কেন্দ্রীয় সরকারের দাবি, এই নতুন পোর্টালের কাজ হবে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, ভুয়ো, বিদ্বেষপূর্ণ ও প্রতারণামূলক বার্তা যাতে না ছড়ায় সেই দিকে নজর রাখা। পাশাপাশি এই নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে ভারতের প্রতিটি মানুষ অনলাইনে যে কোনও ধরনের প্রতারণা সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। ভারত সরকারের এই পোর্টাল দেখা যাবে সঞ্চার সাথী ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন বিভাগ দ্বারা পরিচালিত হয়।
আরও পড়ুন-স্মরণানন্দ মহারাজকে দেখে এলেন মুখ্যমন্ত্রী
চক্ষু পোর্টালের মাধ্যমে একদিকে যেমন আর্থিক কেলেঙ্কারি, ভুয়ো ভোক্তা সহায়তা, ভুয়া সরকারি কর্মকর্তা, জাল চাকরির বিষয়ে জানানো যাবে, তেমনি ঋণ সংক্রান্ত প্রলোভন দেখিয়ে আসা যেকোনও জাল মেসেজ ও কল সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা। এই পোর্টালে অভিযোগ নথিভুক্ত করতে সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে। রিপোর্ট গৃহীত হলে একটি নোটিফিকেশন আসবে। তারপরই
শেষ হবে পুরো প্রক্রিয়া। এখন দেখার, সরকারি এই চক্ষু পোর্টাল আমজনতাকে কতটা সুরাহা দিতে পারে।