সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজোর দিনগুলিতে দলীয় কর্মীদের সবসময় মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন। দলের শীর্ষ নেতৃত্বের সেই নির্দেশ কার্যকর করতে অভিনব উদ্যোগ নিলেন হাওড়া (Howrah TMC) সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র। মহাষষ্ঠীর দিন থেকে দশমী পর্যন্ত বিশেষ টি-শার্ট পরে প্রতিটি বিধানসভা এলাকায় যুব তৃণমূলের কর্মীরা সকাল থেকে রাত রাস্তায় থাকবেন। তাঁরা প্রতিটি মণ্ডপে ঘুরবেন। কারওর কোনও অসুবিধা হচ্ছে কি না সেই দিকে সবসময় নজর রাখবেন। কারওর কোনও সাহায্যের দরকার হলে তৎক্ষণাৎ এগিয়ে যাবেন তাঁরা। এই উপলক্ষে হাওড়া সদরের প্রতিটি বিধানসভা এলাকায় ৪০-৫০ জন করে যুব তৃণমূলের (Howrah TMC) কর্মীদের নিয়ে ‘ডেডিকেটেড টিম’ তৈরি করা হয়েছে। মহাষষ্ঠীর দিন হাওড়া সদরের ৭টি বিধানসভা এলাকাতেই বিধায়কদের নিয়ে যুব তৃণমূল কর্মীদের নিয়ে ওই দল তৈরি করে দেন কৈলাস মিশ্র। প্রত্যেক যুব তৃণমূল কর্মীকে ওই টি-শার্টও এদিন প্রদান করা হয়। একদিকে ইউনেস্কোকে ধন্যবাদ দেওয়া ও আরেক দিকে এ বি ও হাওড়া জেলা(সদর) যুব তৃণমূল লেখা ওই টি-শার্ট পরেই মণ্ডপে মণ্ডপে ঘুরবেন যুব তৃণমূলের কর্মীরা।