রাজ্য বাজেটে ঘোষিত নয়া প্রকল্পে বাংলায় খুশির হাওয়া, ব্যান পিরিয়ডে ধীবরদের সহায় সমুদ্রসাথী

রাজ্য বাজেটে ‘সমুদ্রসাথী’ প্রকল্পের ঘোষণায় পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলের মৎস্যজীবীদের মধ্যে রীতিমতো খুশির হওয়া।

Must read

সংবাদদাতা, দিঘা : রাজ্য বাজেটে ‘সমুদ্রসাথী’ প্রকল্পের ঘোষণায় পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলের মৎস্যজীবীদের মধ্যে রীতিমতো খুশির হওয়া। প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন থাকে ‘ব্যান পিরিয়ড’। অর্থাৎ এই দু’মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি থাকে। কারণ এই সময়টা সামুদ্রিক মাছের প্রজননকাল। তাই সামুদ্রিক মাছের সুরক্ষার জন্য এই সময় ব্যান পিরিয়ড চলে। আর এই দু’মাস মাসে পাঁচ হাজার টাকা হারে মৎস্যজীবীদের ভাতা দেবে রাজ্য সরকার। এই সময় ১০ হাজার টাকা করে পাবেন মৎস্যজীবীরা।

আরও পড়ুন-মহাসরস্বতী

এবারের বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নথিভুক্ত মৎস্যজীবীরা ‘সমুদ্রসাথী’ প্রকল্পে এই পরিষেবা পাবেন। বাজেটে এই ঘোষণার ফলে পূর্ব মেদিনীপুর তথা কাঁথির মৎস্যজীবী মহল উৎফুল্ল। মৎস্যজীবী সংগঠনগুলিও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। দিঘা ফিশারমেন অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, ‘ব্যান পিরিয়ড চলাকালীন মৎস্যজীবীরা কর্মহীন থাকেন বলে সংসার চালানোয় সমস্যা হয় তাঁদের। এ কথা ভেবে সরকার তাঁদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। পূর্ব মেদিনীপুর তো বটেই, দক্ষিণ ২৪ পরগনা-সহ বাংলার মৎস্যজীবীরা এই ভাতা পাবেন। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’ দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সভাপতি দেবাশিস শ্যামল বলেন, ‘আমরা অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছিলাম, ক্ষুদ্র মৎস্যজীবীদের পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হোক। রাজ্যের এই ঘোষণায় মৎস্যজীবীরা খুশি।’ কাঁথি মহকুমা মৎস্যজীবী সমিতির সভাপতি আমিন সোহেল বলেন, ‘বৃহস্পতিবার এই ঘোষণায় লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হল। এর জন্য মুখ্যমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা।’

Latest article