প্রতিবেদন : এবার হস্তশিল্পীদেরও পরম বন্ধুর ভূমিকায় রাজ্য (West Bengal)। তাঁদের ডেথ বেনিফিটের সুযোগ দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। কৃষকবন্ধু প্রকল্পের অনুকরণে এবার হস্তশিল্পীদের জন্যও বিশেষ প্রকল্প আনছে রাজ্য (West Bengal)। এই প্রকল্পের আওতায় সরকারি পরিচয়পত্র রয়েছে এমন কোনও হস্তশিল্পীর মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এজন্য অর্থ দফতরে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েক দফায় দুয়ারে সরকারের মাধ্যমে হস্তশিল্পীদের নাম নথিভুক্তিকরণের কাজ হয়েছে।
বর্তমানে নথিভুক্ত শিল্পীর সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি। তাঁদের সকলকে পরিচয়পত্র দেওয়া হয়ে থাকে। নবান্ন সূত্রে খবর, মূলত পরিচয়পত্র আছে এমন হস্তশিল্পীর পরিবারই এই এককালীন ডেথ বেনিফিট পাবেন বলে স্থির হয়েছে। রাজ্যের ক্ষুদ্র শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, ২০১১ সালের পর হস্তশিল্পের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীদের অর্থের জোগান নিশ্চিত করতে চালু হয়েছে ‘আর্টিজান ক্রেডিট কার্ড’। এবার ডেথ বেনিফিট প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সমস্ত উদ্যোগে সমাজে কী প্রভাব পড়ছে, তার উত্তর দেবেন সাধারণ মানুষ। নবান্ন সূত্রে খবর, রাজ্যের এই নয়া পদক্ষেপ সংক্রান্ত নীতির খসড়া তৈরি করেছে রাজ্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতর। বর্তমানে এই নীতির খুঁটিনাটি বিষয়গুলি খতিয়ে দেখছে অর্থ দফতর। খুব শীঘ্র এই নীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছে প্রশাসনিক মহল।
রাজ্যের প্রতিটি জেলাতেই কোনও না কোনও ধরনের হস্তশিল্পের কাজ হয়। কোথাও ডোকরা, কোথাও মুখোশ শিল্প জনপ্রিয়। অধিকাংশ ক্ষেত্রেই জেলার প্রান্তিক এলাকার মানুষ এই সমস্ত শিল্পের সঙ্গে জড়িয়ে। ডেথ বেনিফিট নীতি এই লক্ষাধিক পরিবারগুলির কাজে আসবে। জানা গিয়েছে, কোনও হস্তশিল্পীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ডেথ বেনিফিট প্রকল্পের এককালীন টাকা পেতে সরকারের দেওয়া পরিচয়পত্র এবং ডেথ সার্টিফিকেট সহ আবেদন করতে হবে ওই জেলার সংশ্লিষ্ট দফতরে। তারপর কম সময়ের মধ্যে আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার। রাজ্যের এই উদ্যোগে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়বে রাজ্যের হস্তশিল্পীদের।
আরও পড়ুন-যোগ শতাধিক পরিবারের