ছোটদের ডার্বিতে লাল-হলুদ ঝড়

Must read

প্রতিবেদন : ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (East Bengal- Mohun Bagan) যখন, তখন ছোট-বড় মাপার সুযোগ নেই। শনিবারের দুপুরে অনূর্ধ্ব ১৭ যুব লিগে মোহনবাগানকে তাদের মাঠেই পর্যুদস্ত করল ইস্টবেঙ্গল। ৪-০ গোলে জয় লাল-হলুদের ছোটদের। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ছিল লাল-হলুদেরই। মোহনবাগান ম্যাচের নিয়ন্ত্রণ নিতেই পারেনি। সবুজ-মেরুন রক্ষণকে সারাক্ষণ চাপে রেখে বড় জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। চেষ্টা করেও গুনরাজ সিং গ্রেওয়াল, অজয় সাহানি, রণিত মণ্ডলদের থামাতে পারেনি মোহনবাগানের ডিফেন্ডাররা। ইস্টবেঙ্গলের (East Bengal- Mohun Bagan) হয়ে প্রথম গোল গুনরাজের। এরপর গোলগুলো করে দীপু সর্দার, আলফ্রেড লালরিনপুইয়া ও দেবজিৎ রায়। কার্যত একতরফা ম্যাচ খেলেই চিরপ্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিয়েছে লাল-হলুদের ছোটরা। শীতের দুপুরে গ্যালারিতে খুব বেশি দর্শক ছিল না। সাম্প্রতিক অতীতের মতো ছোটদের বড় ম্যাচ ঘিরে মাঠে অশান্তিও হয়নি। কিন্তু মোহনবাগান হতাশ করল। অফসাইডে ইস্টবেঙ্গলের গোল বাতিল না হলে ৫-০’র স্মৃতি আরও একবার লজ্জা বাড়াত সবুজ-মেরুনের। ম্যাচ শেষে মোহনবাগানের অভিযোগ, আইএসএলের রিজার্ভ দলের দুই ফুটবলার গুনরাজ ও আলফ্রেডকে খেলিয়েছে ইস্টবেঙ্গল। তারাই পার্থক্য গড়ে দিয়েছে। এদিকে, ছেলেরা ডার্বি জিতলেও লাল-হলুদের মেয়েরা ইন্ডিয়ান উইমেন্স লিগের ম্যাচে কর্নাটকের কিকস্টার্ট এফসি-র কাছে ১-৩ গোলে হারে।

আরও পড়ুন-বাংলার বকেয়া আদায়ে কাল রাজধানীতে মুখ্যমন্ত্রী

Latest article