সংবাদদাতা, শিলিগুড়ি : শহরের যানজট কমাতে বালাসন সেতুর পাশে হবে সার্ভিস রোড। এজন্য উদ্যোগ নিয়েছে পূর্ত দফতর। ইতিমধ্যেই ন্যাশনাল হাইওয়ে ডিভিশন ডিপিআর তৈরির কাজও সম্পন্ন করেছে। চলতি সপ্তাহে সার্ভিস রোডের টেন্ডার হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই রাস্তা তৈরিতে খরচ হবে ৬০ থেকে ৬২ লক্ষ টাকা।
সপ্তাহ দুয়েক আগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বালাসন সেতুতে বেইলি ব্রিজ পাতার কাজ শুরু করে পূর্ত দফতরের হাইওয়ে ডিভিশনের-৯ বিভাগ। রবিবার সদ্যনির্মিত দু’টি স্তম্ভের ওপর বেইলি ব্রিজের কিছু অংশ পাতা হয়। দিনে ও রাতে দু’টি শিফটে এই কাজ হচ্ছে। এজন্য ইতিমধ্যে সেতুতে বাতি লাগানো হয়েছে। পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা বলেন, কলকাতার মাঝেরহাট থেকে দু’দিন ধরে ছ’টি ট্রাকে বেইলি ব্রিজের সরঞ্জাম আনা হয়েছে।
আরও পড়ুন : মালদহ সিল্ক পার্ক উত্তরবঙ্গ বদলে দেবে
চলতি মাসের ৩০ নভেম্বরের মধ্যে এই ব্রিজ পাতার কাজ শেষ হবে। পথচারী ও যানবাহনের যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এক সপ্তাহ ধরে সেতুতে ‘ট্রায়াল রান’ চলবে। তখন সেটির উপর নজরদারি চালানো হবে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সেটি সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে। পূর্ত দফতরের হাইওয়ে ডিভিশন-৯-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শিশির দেব বলেন, ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময়েই সংশ্লিষ্ট সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি ব্রিজ পাতার কাজ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে। সেতু তৈরি হতে যেহেতু সময় লাগবে সেই কারণে তড়িঘড়ি সার্ভিস রোড তৈরিতে উদ্যোগী হয়েছে পূর্ত দফতর। সংশ্লিষ্ট দফতরের ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শিশিরকুমার দেব বলেন, ‘‘আপাতত যানচলাচল সমস্যার সমাধানের জন্য এই সার্ভিস রোড তৈরি করা হচ্ছে। আগামী বছর বর্ষা আসার আগে পর্যন্ত এই সার্ভিস রোড ব্যবহার করা হবে। বর্ষার সময় সার্ভিস হোল্ডার ব্যবহার করা সম্ভব হবে না।’’ তিনি এও বলেন, চলতি মাসেই বেইলি ব্রিজ তৈরির কাজ সম্পন্ন হবে। সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই বালাসন সেতু খুলে দেওয়া হবে।