মালদহ সিল্ক পার্ক উত্তরবঙ্গ বদলে দেবে

Must read

মানস দাস, মালদহ : আম-রেশমের জেলা হিসেবে পরিচিত মালদহ। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রেশমশিল্পে নতুন দিশা দেখাচ্ছে মালদহ সিল্ক পার্ক। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই ইংরেজবাজার ব্লকের মধুঘাট এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ধারে এটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই ভবনের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে দ্রুতগতিতে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিল্ক পার্কে রেশম গুটি উৎপাদন থেকে শুরু করে রেশমের সব ধরনের জিনিস তৈরি হবে। সেজন্য জেলার রেশমচাষিদের নিয়ে ক্লাস্টার তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন : ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারেনি বিরাটরা, দাবি হুসেনের

ক্লাস্টারগুলি সিল্ক পার্কে সুতো তৈরি, রেশমের কাপড়জামা-সহ বিভিন্ন প্রকার রেশমজাত দ্রব্য উৎপাদন করে বিক্রি করবে। তাই ১০০টি স্টল তৈরি হয়েছে। স্টলগুলি রেশমচাষিদের নিয়ে গঠিত ক্লাস্টারকে ব্যবহারের জন্য দেওয়া হবে। এই পার্কে আধুনিক প্রযুক্তির যন্ত্রাংশ ছাড়াও কারিগরি বিভাগও থাকছে। ফলে রেশমজাত দ্রব্যও তৈরি হবে আধুনিক মানের। রাজ্যের মানুষকে সিল্ক পার্কমুখী করতে জেলা প্রশাসন ইতিমধ্যেই নানান পরিকল্পনা নিয়েছে। কলকাতা ও শিলিগুড়িগামী দূরপাল্লার গাড়িগুলি সিল্ক পার্কে ঢোকানো যায় কি না তা নিয়েও ভাবনাচিন্তা চলছে। অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমিসংস্কার) শম্পা হাজরা বলেন, দ্রুতগতিতে চলছে পার্কের পরিকাঠামো উন্নয়ন। শিগগিরই চালু হবে।

Latest article